New to Nutbox?

দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৪ (বিবিধ)

30 comments

rme
89
last yearSteemit4 min read


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৩) কুইজের পুরস্কার আজ একটু পরেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার দিনে দেওয়া হবে ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে


কুইজ : (বিবিধ)


০১. "আয় যেখানে ক্ষ্যাপার গানে
নাইকো মানে নাইকো সুর,
আয়রে যেথায় উধাও হাওয়ায়
মন ভেসে যায় কোন্ সুদূর ৷"

কোন কবিতার লাইন এগুলি ? কার লেখা ?

০২. এবছরের অস্কারে "বেস্ট ওরিজিনাল সং" ক্যাটেগরিতে কোন গানটি পুরস্কার পেয়েছে ?

০৩. হেনরি রাইডার হ্যাগার্ডের "অ্যালান কোয়াটারমেইন" সিরিজের সর্বাধিক আলোচিত উপন্যাস কোনটি ?

০৪. কোন দেশে পুরুষদের দুটো বিয়ে করার বাধ্যবাধকতার আইন রয়েছে ? এই দেশে পুরুষেরা দুটি বিয়ে না করলে তাদের বিরুদ্ধে আইন অবমাননা অভিযোগ আনা হয় ।

০৫. "বাংলা" ভাষা পৃথিবীর ক'টি দেশের অন্যতম প্রধান ভাষা (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ) ? দেশ গুলোর নাম কি কি ?

০৬. "Bicycle Thieves" মুভিটি কোন লেখকের কোন উপন্যাসের উপর আধারিত ?

০৭. প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত উপন্যাস "সূর্য কাঁদলে সোনা" । এই উপন্যাসের পটভূমি কোথায় ?

০৮. আমরা সবাই ড্যানিয়েল ডিফোর লেখা সুবিখ্যাত উপন্যাস "রবিন্সন ত্রুশো" পড়েছি । এই উপন্যাস কিন্তু একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই লেখা হয়েছিল । বলতে হবে কার জীবনের বাস্তব ঘটনার উপরে নির্মিত ড্যানিয়েল ডিফোর "রবিন্সন ত্রুশো" উপন্যাস ?

০৯. ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধজাহাজ এইচএমএস বাউন্টিতে ১৭৮৯ সালে এক মারাত্মক বিদ্রোহ সংঘটিত হয় । জাহাজের ক্যাপ্টেন ব্লাই সহ মোট ১৮ জন নাবিককে ছোট্ট একটি নৌকোতে করে ভাসিয়ে দেওয়া সমুদ্রে, নিশ্চিত মৃত্যুর মুখে । এই সত্য ঘটনার উপর ভিত্তি করে রয়েছে তিনটি জগৎ বিখ্যাত উপন্যাস । উপন্যাস তিনটির নাম কি ?

১০. ভারতের কোন দ্বীপের রাষ্ট্রভাষা বাংলা ?

✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ১৯ মার্চ ২০২৩

টাস্ক ২০৯ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 38e3d692052e90bc4cae8ed86dc6ca44e12e1d777b37ea0fd5d833416c1e56f6

টাস্ক ২০৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












Comments

Sort byBest