New to Nutbox?

পাহাড় ও সূর্যের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #61

40 comments

razuahmed
72
2 years agoSteemit3 min read

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ একটি ডিজিটাল আর্ট শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে আপনাদের।


moon and sun.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CS6
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমে একটি লেয়ার খুলে সেটির উপর লেসো টুল দিয়ে সামনের পাহাড় এর একটি অংশ এঁকে ফেলি।


অঙ্কনের ধাপ-৩

3.png
একই ভাবে লেসো টুল দিয়ে আরো কিছু দূরের পাহাড় এঁকে ফেলি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার ব্যাকগ্রাউন্ড এ একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার নতুন একটি লেয়ার এ কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে সামনের পাহাড় এর উপর একটি গাছ এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার পাহাড় এ ছোট ছোট কিছু ঘাস অঙ্কন করে দেই।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার নতুন আরো একটি লেয়ার খুলে। সেটির উপর এলিপ্টিকাল মারকিউ টুল দিয়ে একটি সূর্য এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার সূর্যের রশ্মি বানিয়ে দেই আগের লেয়ার কপি করে সেটায় গোজিয়ান ব্লার ফিল্টার যুক্ত করে।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার আকাশে মেঘ যুক্ত করে দেই কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে।


অঙ্কনের ধাপ-১০

10.png
এবার আমার কিছু কালার কারেকশন করি। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

images (17).jpeg

final art.png

moon and sun.png

পাহাড় ও সূর্যের দৃশ্য


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |

Comments

Sort byBest