New to Nutbox?

কবুতরের রাজ্যে হারিয়ে যাওয়ার মুহূর্ত ও ফটোগ্রাফি//পর্ব-২

15 comments

rayhan111
74
11 months agoSteemit4 min read

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


মানিক ভাই তার দক্ষতা ও আত্মবিশ্বাসের কারণেই এত বড় একটি কবিতাকে খামার দিয়েছে। সত্যিই এই কবুতরের খামার যেন কবুতরের রাজ্য।এখানে হাজার হাজার কবুতর রয়েছে। আর বিভিন্ন জাতের কবুতর রয়েছে। যে কবুতরগুলো দেখে খুবই ভালো লাগলো। আর খাঁচার ভিতর কবুতর পালন করে অনেক লাভবান হচ্ছে। মানিক ভাইয়ের কবুতরের রাজ্যে আমি ভ্রমণ করেছিলাম। আজকে তাই সেই দ্বিতীয় পর্বে ফটোগ্রাফি নিয়ে এসেছি। এখানে বিদেশি জাতের কবুতর গুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যা দেখে আমি মুগ্ধ। এই খামারটি অনেক সুন্দর ভাবে সাজানো গোছানো। আর অনেক যত্ন সহকারে কবুতরগুলো পালন করেছেন। যার কারণে কবুতর থেকে মানিক ভাই অনেক লাভবান হচ্ছে এবং সে আজ সফল সাবলম্বী কবুতর ব্যবসায়ী হিসেবে পরিচিত লাভ করেছেন।


ফটোগ্রাফি-১👇

IMG_20230603_071741.jpg

মানিক ভাইয়ের এই কবুতর অনেক সুন্দর সুন্দর।কবুতর গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। কবুতরগুলো সত্যিই অসাধারণ দেখতে ছিলো,এই সাদা জাতের কবুতর জোড়া আমার খুবি ভালো লেগেছে আর এগুলো ছিল বিদেশে যাদের কবুতর। এই কবুতর গুলো দেখতে যেমন সুন্দর তেমনি এরা শান্ত কবুতর। আর এর দাম অনেক বেশি।
ফটোগ্রাফি-২👇

IMG_20230603_071718.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20230603_071655.jpg

এই কবুতর গুলোর নাম আমি জানিনা। তবে কবুতরগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। এই কবুতর গুলো পেখম মেলে থাকতে পারে এবং পিছনে দিকে যেন ফুলের মতো করে থাকে। এরা ডিম দিয়েছে, কবুতর গুলো দেখে খুবই ভালো লাগলো। সত্যিই যখন পিছনে ফুলের মত করে সাজিয়ে নেয়। তখন অনেক সুন্দর লাগে।
ফটোগ্রাফি-৪👇

IMG_20230603_071640.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20230603_071903.jpg

তারপরে আমি দুটি বিদেশি জাতের রেসার কবুতর দেখতে পেলাম। এই বিদেশী জাতী রেসার কবুতর অনেক দামি কারণ এদের পাখাতে কোন দাগ ছিল না। সত্যিই রেসার কবুতর আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তবে এর দাম শুনে আমি অবাক হয়েছি।৩০ হাজার টাকা জোড়া।আর বাচ্চার দাম ৭ হাজার করে।
ফটোগ্রাফি-৬👇

IMG_20230603_071846.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20230603_071957.jpg

তারপরে কালো কালারের অপরূপ সৌন্দর্যময় দুটি কবুতর দেখতে পেলাম। এই কবুতরগুলো দেখতে অনেক সুন্দর এগুলো খুবই সুন্দর ভাবে খাবার খাচ্ছে। খাবার খাওয়ার দৃশ্য দেখে আমার খুবই ভাল লাগল। আসলে এই কবুতরের খামার খাওয়ার দৃশ্য আমার খুবি পছন্দ হয়েছে। তাই কবুতরগুলো থেকে যেন যেতে মন চাচ্ছে না। ভালোভাবে দেখতে লাগলাম।
ফটোগ্রাফি-৮👇

IMG_20230603_071922.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20230603_071620.jpg

তারপর আমি দুটি কবুতর দেখতে পেলাম। এরা ডিম নিয়ে বসে আছে। আসলে কবুতরগুলো ডিম দিয়েছে আর কবুতর খুব তাড়াতাড়ি ডিম দেয়। যার কারণে মানিক ভাই বেশি লাভবান হচ্ছে। তার কবিতর পালন করা অনেক দূর থেকে মানুষ এসে দেখে যায়।
ফটোগ্রাফি-১০👇

IMG_20230603_071557.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20230603_071827.jpg

এই দুটি কবিতর আমার খুবই পছন্দ হয়েছে। তাই আমি মানিক ভাইয়ের থেকে এই দুইটি কবুতর কিনলাম। এই কবুতর আমার কাছ থেকে ৫ হাজার টাকা দাম নিয়েছে। আমি খুবই আগ্রহ প্রকাশ করেছে যার কারণে আমার চাইতে কম নিলো।এই কবুতরের দাম নাকি সাত আট হাজার টাকা জোড়া। তবে কবুতর গুলা আমার খুবই পছন্দ হয়েছে। যার কারণে আমি পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম।
ফটোগ্রাফি-১২👇

IMG_20230603_071759.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১৩👇

IMG_20230603_072040.jpg

মানিক ভাই তার খামারে অনেক পরিষ্কার পরিচ্ছন্নত এবং গুছিয়ে রাখে। যার কারণে কবুতরের অসুখ-বিসুখ অনেক কম হয় এবং সে ওষুধ খাওয়া প্রতি মাসে। নিয়মিত ওষুধ খাওয়ানোর কারণে তার কবুতর গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই কবুতর পালন করার দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফি-১৪👇

IMG_20230603_071942.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

মানিক ভাইয়ের কবুতরের খামার যেন একটা কবুতরের রাজ্য। এখানে অনেক জাতির কবুতর রয়েছে। আর সবগুলো বিদেশী জাতের এবং অনেক উন্নত মানের কবুতর। এই কবুতর গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো এবং এই কবুতরের সাথে খুবই আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি এবং সেখান থেকে আমি কিছু কবুতর কিনেছি। তাই সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি করেছিলামম আজকে সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আবার আপনাদের মাঝে হাজির হবো পরবর্তী ফটোগ্রাফি নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণকবুতরের রাজ্যে হারিয়ে যাওয়ার মুহূর্ত ও ফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Comments

Sort byBest