New to Nutbox?

কয়েকটি ফুলের ফটোগ্রাফি

25 comments

pujaghosh
70
11 months agoSteemit3 min read

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজকে মূলত কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট করব। আমার বাংলা ব্লগের অনেক সদস্য রয়েছেন, যারা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আমি ভালো ফটোগ্রাফি করতে পারি না, তবুও কিছুটা চেষ্টা করি আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আমি আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করব সেগুলো ভিন্ন দিনে ভিন্ন জায়গা থেকে তোলা হয়েছে।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।


IMG_20230525_224047.jpg


ডিভাইস:realme 8i
ফটোগ্রাফার:@pujaghosh
লোকেশন: বনগাঁ
তারিখ: ২০/০৫/২০২৩


এটি হলো কাঁটা মুকুট বা ইউফরবিয়া মিলি নামক একটি সপুষ্পক উদ্ভিদ। যাদের আদিমতম বাসস্থান ছিল মাদাগাস্কারে। এটি মূলত উষ্ণ মণ্ডলীয় অঞ্চলে জন্মায়। এই ফুলের গাছের নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন গাছটিতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। এই গাছ প্রায়ই দেখা যায়, আপনারাও হয়তো সকলেই দেখেছেন। বেশ কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়ির টবের থেকে এই ফুলের ছবি সংগ্রহ করেছিলাম।

IMG_20230525_224026.jpg


ডিভাইস:realme 8i
ফটোগ্রাফার:@pujaghosh
লোকেশন: বনগাঁ
তারিখ: ২০/০৫/২০২৩


এটি তো আমাদের সকলেরই অতি পরিচিত একটি ফুল ,যার নাম হলো ডালিয়া। ডালিয়া আমার খুবই পছন্দের একটি ফুল। গোলাপ সবচেয়ে বেশী পছন্দের হলেও ,তারপরেই ডালিয়ার স্থান। ডালিয়া ফুলের বেশ কয়েকটি রং আমরা দেখে থাকি , তার কোনটাই খারাপ নয়। তবে কোথাও যেন,এই গাঢ় গোলাপি রঙের ডালিয়া ফুলটির প্রতি একটু বেশি ভালোবাসা রয়েছে। এই ফুলটির ফটোও প্রথম ফুলটির মতোই ,বন্ধুর বাড়ির ছাদের থেকে সংগ্রহ করেছিলাম।

IMG20230523130940.jpg


ডিভাইস:realme 8i
ফটোগ্রাফার:@pujaghosh
লোকেশন: বনগাঁ
তারিখ: ২৩/০৫/২০২৩


এটি তো আমাদের সকলেরই প্রিয় আর সকলেরই অতি পরিচিত, ভালোবাসার প্রতীক রূপে চিহ্নিত, সেই জনপ্রিয় ফুল গোলাপ। গোলাপ তো ফুলের রানী। এই ফুল কি কারো প্রিয় না হয়ে পারে? আমার কাছে সব রংয়ের গোলাপ ফুল ভীষণ ভালো লাগে। তবে লাল রঙের গোলাপ ফুলটা একটু বেশি ভালো লাগে। গোলাপি রঙের গোলাপ ফুলটিও দেখতে খারাপ লাগছে না। এই ফুলের ফটোটি আমি, আমাদের কলেজ প্রাঙ্গণ থেকে সংগ্রহ করেছিলাম।

IMG20230523130947.jpg


ডিভাইস:realme 8i
ফটোগ্রাফার:@pujaghosh
লোকেশন: বনগাঁ
তারিখ: ২৩/০৫/২০২৩


এই ফুলের গাছটি আমি রাস্তাঘাটে প্রায়ই দেখে থাকি , তবে এই ফুল গাছটির নাম আমি এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি। যাই হোক ফুল গাছটি দেখতে ভালো লাগে, তাই একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আপনাদের যদি কারও গাছটির নাম জানা থাকে ,অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি জানাবেন। আর হ্যাঁ এই ফুলের ফটোগ্রাফিটিও আমি গতকাল কলেজ প্রাঙ্গণ থেকে সংগ্রহ করেছিলাম।

IMG20230525131029.jpg


IMG20230525131018.jpg


IMG20230525131015.jpg


ডিভাইস:realme 8i
ফটোগ্রাফার:@pujaghosh
লোকেশন: বনগাঁ
তারিখ: ২৫/০৫/২০২৩


এই ফুল তো আমরা সকলেই প্রতিনিয়ত দেখে থাকি। এটি হল বাগান বিলাস ফুল। ইংরেজিতে যাকে আমরা বোগেইনভিলিয়া বলে চিনি। সাধারণত এই ফুলের বেগুনি,গোলাপী আর সাদা রংয়ের প্রজাতি হয়ে থাকে। এর মধ্য থেকে আমি আজকে গোলাপি রঙের ফুলটির ফটোগ্রাফিটি সংগ্রহ করেছিলাম ,রাস্তার ধারের একটি বাড়ি থেকে। আসলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ,ঝোপের আকারে বৃদ্ধি প্রাপ্ত এই ফুলের গাছটি বেশিরভাগ সময়ে ব্যবহার করা হয়ে থাকে।

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Comments

Sort byBest