New to Nutbox?

হৃদয়ের রক্তক্ষরণ। কবিতা নং -০৮

12 comments

nilaymajumder
75
last yearSteemit2 min read

কেমন আছেন সবাই ? আশাকরি অনেক অনেক ভালো আছেন সবাই। আবারও ধন্যবাদ জানাই " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাইকে আমাকে অনেক বেশি সাপোর্ট দেবার জন্য। আজ আমি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা শেয়ার করবো।আশাকরি আপনাদের ভালো লাগবে।



এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে, যার জীবনে কোনো দুঃখ-কষ্ট নেই। একদিকে যেমন কাউকে পাবার সুখ , অন্য দিকে কাউকে হারানোর কষ্ট। এই সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন।

কথায় আছে না , জন্মিলে মরিতে হইবে। আর এই জন্ম-মৃত্যুর মাঝে আমাদের কর্ম করে যেতে হবে। এই পৃথিবীতে কেউ জন্মায় সোনার চামচ মুখে নিয়ে , আবার কেউ জন্মায় রাস্তার ফুটপাতে। কিন্তু মানুষ যতই বড়োলোক আর যতই গরীব হোকনা কেন , সবার জীবনে দুঃখ্য অবশ্যই আছে।



এই পৃথিবী হতে সবাইকে একদিন মৃত্যু বরণ করতে হবে। আর এটা চিরন্তন সত্য। তাই আপনজন হারানোর ব্যাথা নিয়ে আমাদের কর্ম যোজ্ঞ চালিয়ে যেতে হবে। আমাদের এই কর্ম যোজ্ঞ চলে আমাদের শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত।


জন্মালেই মরিতে হইবে , এই কথা মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।



beyond-3265854_960_720.jpg

সোর্চ

হৃদয়ের রক্তক্ষরণ

নিলয় মজুমদার


রক্ত জবার মতো ক্ষত নিয়ে বেঁচে আছি
ক্ষুদার্ত হায়নার তীক্ষ্ণ দন্ত প্রতি মুহূর্তে
ক্ষত বিক্ষত করে চলেছে।


তাদের মহাভোজের তীব্র চিৎকার
আমার ক্ষত বিক্ষত দেহে ভীত সম্ভ্রান্ত করে না।


প্রমিথিউসের মতো প্রতি প্রত্যুষে ছিন্নভিন্ন ,
করে চলেছে যকৃত আমার।


রিসেপ্টর গুলি আর উত্তেজিত হয় না।
সি ফাইবার আর বেদনা বহন করে না।


পৃথিবীর সমস্ত নীল শোষণ করে ,
কৃষ্ণ গহব্বরে ওজন নিয়ে কোথায় বলেছিলে ?
শিশির স্নাত আবির রংঙে যার সৃষ্টি।


অমাবস্যার ঘোর অন্ধকারে সবার অলক্ষে
নীরবে নিভৃতে তার যবনিকা প্রায়।


আশাবিহীন কলংকিত এক রাশ মাংসপিন্ড শুধু
গলে যাওয়া , পচে যাওয়ার অপেক্ষায়
অবিরত রক্ত ঝরিয়ে চলেছি।


হে পিতা প্রপিতামহ , ক্ষমা করো ,ক্ষমা করো
ক্ষমা করো ,
শেষ বিদায়ের কালে এ ব্যর্থ সন্তানেরে।


ধন্যবাদ সবাইকে।


IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Comments

Sort byBest