New to Nutbox?

ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন তৈরি।

27 comments

moh.arif
80
2 years agoSteemit3 min read

আজ - ১৫ই, মাঘ | ১৪২৮ , বঙ্গাব্দ | শনিবার | শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কিভাবে ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন তৈরি করা যায় তা শেয়ার করব।




IMG_20220129_084856-02.jpeg

কেমন আছেন সবাই আশা করি ভালো আছে। আমি ও আগের থেকে অনেকটা সুস্থ আছি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি DIY নিয়ে হাজির হয়েছি। ভিন্ন ধরনের এই কারনেই বলছি কেননা আমার বেশিরভাগ DIY রঙিন কাগজ দিয়ে তৈরি করি। তবে আজ এই প্রথম ডিমের খোসা দিয়ে কিছু তৈরি করেছি। তাই আজকের এই DIY টি আমার কাছে কিছুটা ভিন্ন। যাইহোক এই পেঙ্গুইনটি তৈরি করা তেমন একটি কঠিন নয়। খুবই সহজ এবং সুন্দর ভাবে যে কেউ চাইলে তৈরি করে ফেলতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন আপনার সাথে শেয়ার করি এই পেঙ্গুইন টি আমি কিভাবে তৈরি করেছি-

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • আঠা।
  • কাঁচি।
  • ডিমের খোসা।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে একটি ডিমের খোসাকে পেন্সিল দিয়ে গোল করে একে নিব নিচের ছবির মত করে।

IMG_20220128_193400.jpg

ধাপ- ২ঃ


  • এরপর পেন্সিল দিয়ে আঁকা ওই অংশটি বাদে চারপাশে ডিমটিকে কালো রং করে নিব।

ধাপ- ৩ঃ


  • এরপর দুটি সাদা কাগজ কে গোল করে কেটে নিব চোখ তৈরীর জন্য। এবার আরেকটি কালো কাগজ কে নিচের ছবির মত করে এঁকে নিব পেঙ্গুইনের পা তৈরীর জন্য।

ধাপ- ৪ঃ


  • এরপর মাঝে খালি অংশটিকে সাদা রং করে নেব।

IMG_20220128_200430.jpg

ধাপ- ৫ঃ


  • এরপর পূর্বে তৈরি করা চোখ এবং পা দুটি আটা দিয়ে ডিমের খোসার লাগিয়ে দিব।

IMG_20220128_202107.jpg

ধাপ- ৬ঃ


  • এরপর সাদা রঙের দুটি কাগজকে কেটে পেঙ্গুইনের ডানা লাগিয়ে দিব।

IMG_20220128_202232.jpg

ধাপ- ৭ঃ


  • এরপর কমলা রঙের একটি কাগজকে কেটে পেঙ্গুইনের ঠোট বানিয়ে নিব।

ধাপ- ৮ঃ


  • ব্যাস এভাবেই তৈরি হয়ে গেলে ডিমের খোসা দিয়ে সুন্দর একটি পেঙ্গুইন।

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Comments

Sort byBest