আমার লেখা এক গুচ্ছ অনু কবিতা।।
9 comments
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
প্রকৃতির মায়াভরা সৌন্দর্য আর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি যেন আমার এখনো জাগে। আসলে এই পরিবেশের মধ্যে থেকেও প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছা জাগে। গ্রাম বাংলার প্রকৃতির মাঝে হারাতে খুব মন চায়। গ্রাম বাংলার সেই মুহূর্ত্যগুলো অসাধারণ। আসলে শহরে চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে আর ভালো লাগে না। গ্রাম বাংলার শীতের আবহাওয়া গ্রাম বাংলার শীতের পিঠার মুহূর্তগুলো অসাধারণ ছিল। ছোটবেলার দিনগুলো কতই না আনন্দের ছিল। সেই স্মৃতিময় দিনগুলো যদি ফিরে পেতাম কতই না ভালো হতো। তাই শীতের অনুভূতি আর স্মৃতিময় সেই গ্রাম বাংলায় কাটানো মুহূর্তগুলো নিয়ে আজকে কিছু অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না আমার কবিতাগুলো আপনাদের কেমন লাগবে। তবে আপনাদের ভালো লাগলে আমার কবিতা লেখা সার্থকতা আসবে।
শস্য শ্যামল ফসল ভরা,
আমাদের এই সোনার বাংলা।
সোনার বাংলার দৃশ্য গুলো,
দেখতে লাগে ভালো।
তাইতো বারেবারে মন আমার,
ছুটে আসে এই গ্রামের মাঝে,
সবুজ প্রকৃতির মাঝে আরো।
কুয়াশামাখা শীতের সকাল,
আসলো আমাদের মাঝে।
বিভিন্ন রকম পিঠা খাব,
পরিবারের সাথে।
পিঠা উৎসবে মেতে উঠবে,
গ্রাম বাংলা মাঝে।
তাইতো বাড়ি বাড়ি আত্মীয়-স্বজন,
এসেছে আনন্দের সাথে।
ব্যস্তময় এই শহর ছেড়ে,
এসেছি আমি গ্রাম বাংলার মাঝে।
জীবনটাকে কাটাবো আমি,
গভীরভাবে এই প্রকৃতির মাঝে।
হারিয়ে যাব আমি খুব গোপনে,
প্রকৃতির সাথে মিলেমিশে,
থাকবো আমি আপন মনে।
এই প্রকৃতির মাঝে।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
Comments