New to Nutbox?

আবেগের কবিতা || ভালোবাসার মুগ্ধতা || Original Poetry by @hafizullah

12 comments

hafizullah
82
11 months agoSteemit3 min read

hot-air-balloons-g79061229a_1920.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভালো না থাকলেও আমাদের বলতে হয় ভালো আছি, চোখের শরমে হোক কিংবা পারিপার্শ্বিক অবস্থার কারনে হোক, এটা এখন একটা কমন বিষয় হয়ে গেছে। অবশ্য এটাও আমি জানি যে আমার সম্মুখে দাঁড়িয়ে বলছে ভালো আছে কিন্তু আদতে সে মোটেও ভালো নেই। আমরা কিন্তু বুঝেও সেটা না বুঝার মতো করে এড়িয়ে যাই, কারন ঐ যে এটা এখন আমাদের কাছে কমন একটা বিষয়। বলতে হবে তাই বলার জন্য বলি ভালো আছি। না এখানে অবশ্য একটা বিষয় আছে, আর সেটা হলো আমরা কমন একটা ডায়লগ সেই ছোট হতেই শুনে আসছি। অনেকটা এই রকম ছিলো ডায়লগটি, না শুধু ডায়লগ বললে ভুল হবে সুন্দর বাণীও বলতে পারেন, তা হলো শরীর আর সম্পদ খুব বেশী দিনের জন্য স্থায়ী হয় না তাই এসব নিয়ে গর্ব করতে নেই।

হ্যা, এটা নিঃসন্দেহে একটা চিরন্তন সত্য এবং এর অসংখ্য বাস্তব উদাহরণ রয়েছে আমাদের চারদিকে। হঠাৎ করেই দেখা যায় বিশাল সম্পদের মালিক কোন একটা কারনে আবার গরীব হয়ে গেছেন আবার গরীক কেউ কোন একটা উছিলায় হঠাৎ বড়লোক হয়ে গেছেন। দেখুন সুস্থ্যতা কখনো চিরস্থায়ী হয় না, যেমন অর্থ সম্পদ কখনো চিরস্থায়ী হয় না। তাই ভালো আছি কিংবা মন্দ আছি, যাই আছি সেটাকে মেনে নিয়ে ভালো আছি এটা মানসিকভাবে না হলেও মৌখিকভাবে হলেও মেনে নেয়ার চেষ্টা করা উচিত আমাদের। হয়তো বিষয়টি খুবই সামান্য কিন্তু এর প্রভাবটা বেশ গভীর, যা শুধুমাত্র আমাদের মানসিকতার উপর পরে না বরং আমাদের কার্যাবলীর উপরও পড়ে।

যাইহোক, আজকে সেই বিষয়ে আর কিছু বলবো না, কারন এই বাস্তবতার কথা আমি প্রায় আমার প্রতিটি পোষ্টেই বলার চেষ্টা করি। হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত কথা অন্য কোন পোষ্টে অন্য কোন দিন ঠিক পেয়ে যাবেন। আজকে অবশ্য ভালোবাসার একটা কবিতা শেয়ার করবো। মনের আকাশে কারো প্রবেশ, কারো স্পর্শের যাদু কিংবা অনুভূতির মুগ্ধতা নিয়ে আজকের কবিতা। আশা করছি পূর্বের ন্যায় আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-

girl-g205b930b3_1920.jpg

মনের আকাশে মেঘ জমেছে
রংধনু চাইছে রং ছড়াতে
হৃদয়ের কোনে জমে থাকা বাসনা
তাকে চাইছে জড়িয়ে ধরতে।

মনের আকাশে মেঘের লুকোচুরি
রংধনুর রংয়ের মেলা
তাকে নিয়ে ভালোবাসার ছায়ায়
নীল দিগন্তের অসীম মায়ায়।

মেঘের কণায় ভিজছে হৃদয়
রং ভাসছে শীতল জোয়ারে
আকাংখাগুলো জড়সড় হয়ে
তাকে চাইছে হৃদয়ের কাছে।

চঞ্চল হৃদয়ে বৃষ্টির পরশ
ভিন্ন কিছুর মায়ায়
সিক্ত হৃদয়ে তৃষ্ণার প্রকাশ
তাকে কাছে পাওয়ার।

হয়তো রং ছড়াবে হৃদয়ে
ভেসে বেড়াবে শীতল জলে
হয়তো কামনার প্রকাশ পাবে
হৃদয়ের গভীরে সুখের সান্নিধ্যে।

দিনের আকাশে হাসবে সূর্য
রাতের আকাশে মিষ্টি তারা
হৃদয়ের আকাশে আসবে পূর্ণিমা
ভালোবাসার জোয়ারে মুগ্ধতা।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Comments

Sort byBest