New to Nutbox?

সময়ের শিক্ষা এবং আমাদের ভিন্ন উপলব্ধি- প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

16 comments

hafizullah
82
last yearSteemit5 min read

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং ভালো থাকার চেষ্টায় প্রতিনিয়ত নিজেকে গতিশীল রাখার চেষ্টা করছি। যদিও সময়ের গতি সর্বদা আমাদের সেই প্রচেষ্টাগুলোকে সফল হতে দেয় না, মাঝে মাঝে সময়ের নিষ্ঠুর আঘাতে সব কিছু কেমন জানি লন্ডভন্ড হয়ে যায়। সত্যি বলতে আমরা চাইলেও সর্বদা সময়গুলোকে সুন্দর ও রঙিন করে রাখতে পারি না বরং মাঝে মাঝে সময়ের নিষ্ঠুর আঘাতে সাজানো সব কিছু কেমন অচেনা হয়ে যায়। আসলে বাস্তবতা আমাদের প্রতিনিয়ত একটা শিক্ষা দেয়ার চেষ্টা করে কিন্তু আমরা কখনোই সেখান হতে কোন শিক্ষা নেয়ার চেষ্টা করি না। আমাদের এই সাজানো সংসারটা অনেকটাই সমুদ্র পাড়ের বালুর বাধের মতো, যা যে কোন সময়ে সমুদ্রের ঢেউয়ের আঘাতে মিশে যেতে পারে।

একটা গান এই রকম, যা ছোট বেলায় খুব বেশী শুনতাম আমি যখন মন খারাপ থাকতো, যদিও এখন আর শুনা হয় না কারন এখন বড় হয়েছি ভাবনা ও রুচি দুটোরই পরিবর্তন হয়েছে। আমাদের দেশের জনপ্রিয় একজন শিল্পীর গানটার প্রথম কলি এই রকম, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস- দম ফুরাইলেই ঠুস” আসলেই বাস্তবতা এমনই, আজকে আমরা বালুর বাধে কত সুন্দর জীবন সাজানোর চেষ্টা করছি, হাজার হাজার টাকা খরচ করে নিজের স্ট্যাটাস ঠিক রাখার চেষ্টা করছি, জীবনটাকে রঙিন করে তোলার প্রচেষ্টায় দিন রাত সমানে কাজ করে যাচ্ছি। কিন্তু কি হবে এসব করে? কতটা সময় আমরা এসব ভোগ করতে পারি? আমাদের জীবন অনেকটাই সেই রঙিন ফানুসের মতো, বাতাস বের হয়ে গেলেই সেই ফানুসের আর কোন মূল্য থাকে না।

IMG_20221204_162730.jpg

আমরা কখনো এটা ভাবি না, জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা নতুনভাবে সব কিছুকে সাজানোর চেষ্টা করি। প্রতিটি অধ্যায়ে নিজের নতুন অবস্থান তৈরীর প্রচেষ্টা রাখি কিন্তু এটা কখনো ভাবি না পরের অধ্যায়ে যাওয়ার সুযোগ নাও পেতে পারি, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ অধ্যায়! আসলে আমরা রঙিন ফানুসের মতো সত্যিই, রঙিন হয়ে আকাশে ভেসে বেড়াতে পছন্দ করি, কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে ভয় পাই, জীবনের শেষ পরিনতি নিয়ে ভীত থাকি তাই সেটা কখনো স্মরণে আনতে চাই না। কারন ঐ যে ভয়, রঙিন স্বপ্ন কিংবা রঙিন স্বাদ সবই নষ্ট হয়ে যাবে এবং দিন শেষে নিজের প্রকৃত অবস্থানটা সম্মুখে চলে আসবে। আমরা সবাই কম বেশী সবটাই বুঝি কিন্তু তবুও নিজেদের মুখোশের আড়ালে রাখতে পছন্দ করি এবং রঙিন হাওয়ার জীবনকে ধরে রাখতে ভালোবাসি।

IMG_20221204_114909.jpg

IMG_20221204_114912.jpg

IMG_20221204_115628.jpg

এসব কিছু বলার মূল উদ্দেশ্যে হলো, গতকাল ভোর রাতে হঠাৎই খবর পেলাম আমার অফিসের সিনিয়র ম্যানেজারের আম্মা মারা গেছেন, হ্যা চলে যাওয়াই হয়তো নিয়ম এবং প্রকৃতির স্বাভাবিক রীতি কিন্তু সেটা আমাদের কাছে সর্বদাই অপ্রত্যাশিত থাকে। কারণ ঐ যে একটু আগেই ব্যাখ্যা করলাম, আমরা সর্বদা রঙিন হাওয়ার ভাসতে চাই এবং জীবনের গতিকে ফানুসের সাথে চলমান রাখতে চাই। যাইহোক, তারপর গতকাল অফিস বন্ধ রেখে সবাই চলে যাই ঢাকা হতে কুমিল্লায়। ঢাকা হতে প্রায় ১০৪ কিলোমিটার দূরত্ব, যদিও আমার বাসা হতে সেটা ১৫০ কিলোমিটারের মতো। তবুও হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে সারাদিনের যাত্রায় পা বাড়াই। আসলে উদ্দেশ্য ছিলো সহকর্মীকে কিছুটা সহমর্মিতা প্রকাশ করা। মানুষের বিপদে মানুষের পাশে থাকা এবং তাকে মানসিকভাবে শক্ত থাকার ক্ষেত্রে সহমর্মিতা প্রকাশ করা খুবই জরুরী। যদিও আমরা সেটা কখনোই করি না বরং সুযোগ পেলে নিজের আসল চরিত্রটা দেখানোর চেষ্টা করি।

IMG_20221204_115538.jpg

IMG_20221204_115544.jpg

IMG_20221204_152748.jpg

IMG_20221204_153745.jpg

আসলেই জীবনটা কি আমাদের? কতটা সময় আছে আমাদের? কেউ সেটা নিশ্চিতভাবে বলতে পারে না এবং বলার সুযোগও নেই কিন্তু তবুও আমরা সেই বিষয়টিকে কখনো গভীরভাবে ভেবে দেখি না এবং প্রকৃত বিষয়টি কখনো উপলব্ধি করার চেষ্টা করি না। যত যাই হোক সত্যটা আমাদের মেনে নিতে হয় এবং সেভাবেই জীবনকে সাজাতে হয়। হয়তো একদিন আমিও এভাবে হারিয়ে যাবো, আপনারা সেদিন সহমর্মিতা প্রকাশ করবেন, আমার মতো এই রকম কিছু নীতি বাক্যও শেয়ার করবেন। কিন্তু তারপর? তারপর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে আর আমি দূর আকাশের তারার সাথে সন্ধি করে নিজেকে লুকিয়ে রাখবো। যদি ভালো কিছু করে থাকি হয়তো মানুষ কিছুটা হলেও মরে রাখার চেষ্টা করবেন আর না হলে দূর আকাশের অন্ধকারের মতোই সবার মন হতে হারিয়ে যাবো। যাইহোক গতকাল কুমিল্লা যাওয়ার পথে এবং সেই কাংখিত গ্রামের পৌছানোর পর কিছু ফটোগ্রাফি করেছিলাম, তার মাঝে হতে কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

IMG_20221204_162732.jpg

IMG_20221204_162737.jpg

IMG_20221204_162749.jpg

IMG_20221204_162803.jpg

তারিখঃ ডিসেম্বর ৪, ২০২২ইং।
লোকেশনঃ ঢাকা কুমিল্লা মহাসড়ক এবং চান্দিনা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Comments

Sort byBest