New to Nutbox?

গ্রাম আর এখন গ্রাম নেই || Changes in village culture [100% @shy-fox]

3 comments

engrsayful
78
2 years agoSteemit4 min read


গ্রাম বাংলার পরিবেশ পরিস্থিতি এবং জীবনযাত্রার ধরণ পরিবর্তন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আগে গ্রামীণ সমাজ মানেই মনে করা হতো সহজ-সরল শান্ত প্রকৃতির কিছু মানুষের খুবই সাধারণ জীবনযাপন। কিন্তু বর্তমান সময়ে গ্রামগুলোতে মাঝে মাঝে খুব খারাপ ধরনের রাজনীতি এবং মারমারির খবর পাওয়া যায় যা সত্যিই খুব উদ্বেগজনক।

IMG20210514091416.jpg

আমি ছোটবেলায় গ্রামে বড় হয়েছি এবং দেখেছি সেখানকার মানুষজন খুবই শান্ত প্রকৃতির এবং সব জায়গায় একই রকম অবস্থা ছিল। গ্রামের মানুষের মধ্যে রেষারেষি কিংবা রাজনৈতিক আধিপত্য বিস্তার করার মতো অবস্থাগুলো তখন তেমন একটা ছিল না। কেবল নির্বাচন আসলে কিছু মানুষ দুই দলে ভাগ হয়ে যেত কিন্তু তারপরও তারা এ বিষয়ে গুলোকে উপভোগ করত এবং নিজেদের মধ্যে খুব বেশি কলহ পা বিভেদ তৈরি করতে দেখা যেত না।

কিন্তু বর্তমান সময়ে দেখা যায় রাজনীতির নাম দিয়ে নোংরা রাজনীতি গ্রামীণ সমাজে প্রবেশ করেছে। গ্রামের সহজ-সরল সাধারণ মানুষেরা পর্যন্ত রাজনীতির নামে মিথ্যা মামলা দেওয়া কিংবা রেষারেষি করার মতো বিষয়গুলো প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে। এভাবে করে কিছু মানুষ হয়তোবা সাময়িক কিছু ফায়দা নিতে পারছে কিন্তু দীর্ঘ মেয়াদে এটি পুরো গ্রামবাসী এবং গ্রামের পরিবেশের জন্য অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলছে।

IMG20211027172553.jpg

কিছুদিন পরেই আমাদের গ্রামে নির্বাচন হবে এবং আজকে খবর পেলাম সেখানে দুইদিন মারামারি হয়েছে এবং বেশ কিছু লোক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চেয়ারম্যান কিংবা মেম্বার যারা নির্বাচিত হবার তারা ঠিকই হবে কিন্তু সাধারণ মানুষেরা একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিচ্ছে। রাজনীতির এই ধরনের রেষারেষি আগে দেখা যেত না কিন্তু এখন দেখা যায়। সামান্য থেকে সামান্য কিছু হলেই দলবল নিয়ে মারামারি করার জন্য মানুষ ছুটে যায়।

এই পরিবেশ-পরিস্থিতি একদিনে তৈরি হয়নি বরং আস্তে আস্তে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে। কিছু মানুষ যেকোনো একটি দলের আশ্রয়ে থেকে নিজের কিছু ফায়দা লুটার জন্য গ্রামে রাজনীতি প্রবেশ করায়। আর যখন গ্রামের মানুষ রাজনীতি করে তখনই তাদের মাঝে আরেকজন মানুষকে হেয় প্রতিপন্ন করা কিংবা বাড়াবাড়ি করার অবস্থা তৈরি হয়।

IMG20211022081657.jpg

আমার গ্রামের কিছু মানুষ আহত হয়েছে এবং এ ধরনের রাজনীতিকেন্দ্রিক বাড়াবাড়িতে তাদের এই অবস্থা হয়েছে যা জানতে পেরে আমার কাছে খুব খারাপ লেগেছে। গ্রামের মানুষজন এখন প্রতিহিংসার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পরছে যেটা দীর্ঘমেয়াদে আমাদের জন্য কখনোই ভালো নয়। রাজনীতি করা কিংবা রাজনৈতিক মতাদর্শ থাকা মোটেও খারাপ নয় কিন্তু সেই মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য যখন একজন মানুষ তার পাশের গ্রামের কিংবা পাশের বাড়ির আরেকজনকে মাথা ফাটিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না তখন সেই ব্যাপারটি অবশ্যই আমাদের সমাজের জন্য চিন্তার বিষয়।

এই নির্বাচন ও রাজনীতি হয়তো কিছুদিন থাকবে কিন্তু এরপর গ্রামের মানুষদেরকে অবশ্যই তাদের কাজে ফিরে যেতে হবে এবং তখন তার পাশের গ্রামের কিংবা পাশের বাড়ির মানুষটি কিন্তু তার সাথে চলাফেরা করবে এবং ওঠাবসা করবে। সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে বিভিন্ন রাজনৈতিক নেতারা গ্রামের সাধারণ মানুষকে বিভিন্নভাবে ব্যবহার করে ফায়দা নিতে চায় যেটা হয়তো সবাই বুঝতে পারে না বলে এ সকল কার্যক্রমে নিজেদেরকে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলে।

IMG20210926083734.jpg

ক্ষমতার দৌরাত্ম্য কখনোই ভালো জিনিস নয় কারন ক্ষমতা এবং শক্তি কারণ চিরস্থায়ী হয় না। হয়তো আজকে এক পক্ষ শক্তিশালী তো কালকে আরেকপক্ষ আবার শক্তিশালী হবে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে যদি রেষারেষি চলতে থাকে তাহলে দিনশেষে সামগ্রিকভাবে সাধারণ মানুষ এবং গ্রাম ভালো থাকবে না। গ্রামের পরিবেশ এরকম নোংরা হয়ে যেতে থাকলে আমরা গ্রাম থেকে আগের মতো শান্তি এবং ফসল ফলাদি পাব না।

আমরা চাইলে আমাদের পাশের যারা আছে তাদেরকে বুঝাতে পারি এবং এই ব্যাপারে সচেতন করার চেষ্টা করতে পারে যদিও হয়তোবা এটি অনেক দেরি হয়ে গিয়েছে তারপরও আমরা চাইলে আমাদের আশেপাশে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করতেই পারি। গ্রামের যে সকল মানুষ এ ধরনের কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িয়ে নিচ্ছে তারা অনেকেই না জেনে বুঝে কিংবা শিক্ষা কম থাকার কারণে কিংবা হুজুগে নির্বাচনের কারনে এ ধরনের কার্যক্রম করতে সাহস পাচ্ছে কিন্তু দিন শেষে তাদেরকে আবার একসাথে চলতে হবে ব্যাপারটা ভুলে যাচ্ছে। চলুন আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি ও আমাদের সেই প্রাকৃতিক গ্রামকে ফিরিয়ে আনার চেষ্টা করি।

IMG20210828173335.jpg


Line Break Steem.png

এই পোস্টের সম্পূর্ন লিখা আমার নিজস্ব ও কোথায় থেকে কপি করা হয়নি।

Line Break Steem.png

আমি কে

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক, সাবেক ব্যাংকার। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার লেখা থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার লেখালেখি সার্থক।

Line Break Steem.png

Amar Bangla Blog Logo.png

Line Break Steem.png


Heroism.png

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Comments

Sort byBest