New to Nutbox?

আমার কবিতার খাতা থেকে:হঠাৎ অভিমানে পুড়তে

15 comments

blacks
84
3 years agoSteemit2 min read

হ্যালো বন্ধুরা ,আজকে আমি আবার আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি ।আপনাদের একটু ভালো লাগলেই আমার লেখা পূর্ণতা পাবে ।


38.jpg
Location

আমার যত সত্যি আর কিছু মিথ্যে আছে
আমি রাখিনি কিছুই তোমার অজানা
আমার শক্তি আমার ইচ্ছে তোমার নিজস্ব ধারণা,
নির্দিষ্ট কিছু বৃত্তে তোমায় ঘিরে আমার আনাগোনা।
অনেক কাহিনির কোণে কোণে জমে যায় মিথ্যে
তার অন্ধকারে তৈরি হবে ভাঙা সম্পর্কের ভিত্তি
তাই সেখানে তোমার হোক উজ্জ্বল উপস্থিতি,
এখানে রেখো না কোনো অযাচিত আপত্তি।
তুমি হাসতে পারো হঠাৎ অভিমানে পুড়তে
তুমি নদী ভালোবাসো কখনো ডুবতে
আমি এই বিশৃঙ্খলায় বাকরুদ্ধ দর্শক
এভাবেই চলুক সময় এভাবে ভালোবাসা হোক।
জমে যাওয়া ব্যাথার হিমবাহে একদিন
আমি অনুপ্রবেশ করি নিষিদ্ধ আবেগে
বয়ে যাক এ জমা ব্যাথা মৃত সৈন্যের স্মৃতি ধুয়ে
আমার দুরন্ত ইচ্ছেরা ঘোরেফেরে দুর্ঘটনা হয়ে।

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

smallamar.png


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA

Comments

Sort byBest