New to Nutbox?

সৌন্দর্যের অপর নাম ফুল, আর সেই ফুলের কিছু ফটোগ্রাফি।।

4 comments

mamun123456
72
11 months agoSteemit3 min read

একটি বাড়ির সৌন্দর্য বাড়াই যেমন ঘরের ভেতরে থাকা আসবাবপত্র। ঠিক তেমনি সেই বাড়ির সৌন্দর্য আরো একটু বাড়ায় তার বাড়ির সামনে থাকা বিভিন্ন ধরনের ফুলের গাছ-গাছালিতে।

প্রত্যেকেই চাই তার বাড়িটি দেখতে অনেক সুন্দর লাগুক, কেউ কি কখনো চাই সে যে জায়গায় বসবাস করে সেই জায়গাটা অন্যের চোখে খারাপ লাগুক কখনোই চায় না।

তাইতো বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য, আমরা বেশিরভাগ সময়, আমাদের বাড়ির আঙিনাতে বিভিন্ন ধরনের ফুল চাষ করি।যে ফুলের গাছগুলোতে যখন সুন্দর সুন্দর ফুল ফোটে, তখন ওই ফুলের সৌরভে পুরো এলাকা যেন মধুময় হয়ে ওঠে।

IMG_20230530_185106.jpg

হঠাৎ করে চোখের সামনে এমন একটি সুন্দর বাড়ি পড়ে গেল।যে বাড়িতে আমি দেখলাম বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে, আর সেই গাছগুলোতে বিভিন্ন রংবেরঙের ফুল ফুটেছে।

তাই লোভ আর সামলাতে পারলাম না, কিছু ছবি ওঠানোর জন্য চেষ্টা করলাম। হঠাৎ করে মাথায় চিন্তায় এসে গেল, আমি যে ছবিগুলো ওঠাব যদি ওই বাড়িওয়ালা কোন বড় কথা কয় তাহলে কি হবে।

IMG_20230530_185103.jpg

তার চেয়ে ভালো আমি উনার কাছ থেকে জিজ্ঞেস করে আমি ওই ফুলের কিছু ছবি উঠাতে পারি। ঘটনাটা হয়েছে এমন, আমরা কয়েক ভাই মিলে বাজারে যাচ্ছিলাম। যেহেতু বর্তমানে আমি যে জায়গাটাতে আছি, এটা একটা গ্রামাঞ্চল আর গ্রামাঞ্চলের বাড়িঘর গুলো অনেক সুন্দর হয়। সেটা আমরা সবাই জানি, আমাদের গ্রামের বাড়ি গুলো কেউ আমরা সুন্দর করে রাখার চেষ্টা করি।

ঠিক তেমনি মালয়েশিয়ার এই গ্রামগুলোতে যারা বসবাস করে তারাও তাদের বাড়ির টিকে সুন্দর করে সাজিয়ে রাখে।যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন চোখের সামনে যখন সুন্দর ফুলগুলি পড়ল তাই চিন্তা করলাম ছবি উঠানোর।

IMG_20230530_185127.jpg

যখন ছবি উঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখি ওই বাড়ির একজন মানুষ বাইরে দাঁড়িয়ে আছে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আমি কি কিছু ছবি উঠাতে পারি? এই ফুল গাছগুলোর আসলে ফুলগুলো আমার দেখে অনেক ভালো লেগেছে।

অবশ্যই আমি মালয়েশিয়ার ভাষাতেই ওনার কাছে জিজ্ঞেস করেছি, তখন জবাবে উনি বলল হ্যাঁ অবশ্যই কেন নয়। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি ছবি উঠাতে পারো।

তাইতো এই নাম না জানা লাল ফুলগুলোর বেশ কয়েকটি ছবি উঠালাম। আরো অনেক ফুলের ছবি উঠিয়েছি যে ছবিগুলো একে একে আপনাদের মাঝে শেয়ার করব।

IMG_20230530_185114.jpg

ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে, আর এই ফুলগুলোর সৌরভ টাও অনেক সুন্দর। দূর থেকে এই ফুল গুলো দেখলে মনে হবে এটা কোন গাছের পাতা, কিন্তু কাছে গেলেই বোঝা যায় আসলে এটা কোন গাছের পাতা নয়। এটা এক জাতের ফুল যে ফুলগুলো আসলে লাল আকৃতির হয়ে থাকে, এবং গাছের পাতার মতো দেখতে।

অনেক সুন্দর করে আমি বেশ কয়েকটি ছবি উঠালাম, যে ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার মনে হয় আপনাদের মোটামুটি ভালোই লাগবে।

IMG_20230530_185110.jpg

আসলে ব্যাপারটা হয়েছে খুব একটা বেশি আমার বাহিরে যাওয়া পড়ে না, তার জন্য আমি বাহিরের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে খুব কমই শেয়ার করতে পারি। তাইতো আজকে যখন বাহিরে যাওয়ার এই সুযোগ পেলাম এবং সুযোগের সৎ ব্যবহার তো করতে হবে।

IMG_20230530_185100.jpg

তাই চোখের সামনে পড়ে থাকা এই সুন্দর সুন্দর ফুলের ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লেগেছে ফুলগুলো অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন, আমার মনে হয় আপনাদের ভালই লাগবে।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbJriBZCi3tAWwVHssWzpCE1JjKKa6eexpRuASfg5B8PQFGmNckfvdXDn3tx7Dw...3meAuoUM9Hu3UYNYuVuWHvT4h9EHkZyZVnZNo59q94FRsqBZij6Ycrc6YoDxg9YYDZdofoDEki99J4gUm1uX6QCj1H7xd7HNCKy8egBbey4CULwgMytBE6trcn.png

আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আমার ছোট্ট পোস্টটি পড়ার জন্য। আর অবশ্যই যদি আপনাদের কারোর এই ফুলের নাম জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন।

যতগুলো ছবি শেয়ার করেছি প্রত্যেকটি ছবি আমার নিজের মোবাইল দিয়ে উঠানো।।।

DeviceName
Androidvivo Y76
Categoryphotography
Camera50mp camera
Locationmalaysia
Short by@mamun123456

Comments

Sort byBest