ভেষজগুণে ভরা এ্যালোভেরা একটি উপকারী ঔষধ।

zakirzafrin -

Hello everyone 👋

বিসমিল্লাহির রহমানির রহিম 💙

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আপনারা সবাই ভালো থাকেন এটাই আমার প্রীতি ও প্রত্যাশা । এবং সুস্থ থাকার শুভ কামনা রইল সবার প্রতি

এ্যালোভেরা একটি ভেষজ গাছ। এতে অনেক ভেষজ গুণাবলি রয়েছে। এর উপাদান দিয়ে জেল তৈরি করলে অনেক ভালো উপকার পাওয়া যায়। চুলের যত্নে এ্যালোভেরার জেল অনেক উপকারী। চুল ঘন কালো মসৃণ করতে এর অনেক সুনাম রয়েছে।

নিয়মিত ব্যবহারে চুল লম্বা হয়। চুলের মলীনতা ফিরিয়ে আনতে সাহায্য করে । এ্যালোভেরার জেল দিয়ে শরবত খেতে খুব সুস্বাদু। এতে কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা রাখে। তেলের সাথে জাল করে চুলে ও শরীরের ব্যবহার করা যায়। একটি ছোট চারা সতেজ হলে আর কোন চারা রোপণ করতে হয় না। এতে অনেক চারা হয়।

আমাদের দেশে এর অনেক সুনাম রয়েছে। এ্যালোভেরা চাষ করে কৃষক অনেক অর্থ উপার্জন করছে। একটি গাছ ১০০ টাকা করে বাজারে বিক্রি হচ্ছে। দেখতে ও খুব সুন্দর লাগে। খুব সহজে বেঙে যায়, হাতে লাগলে বেশি জোড়ে আঘাত করতে হয় না। এর ডগা একেবারে নরম।

জকের জন্য এখানেই শেষ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করিবেন। সবার জন্য শুভ কামনা রইল।আজকের জন্য এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কেন এক পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ