সেরা হলুদ রঙের ফুল ভৃঙ্গরাজ।

zakirzafrin -

Hello everyone 👋

বিসমিল্লাহির রহমানির রহিম 💙

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আপনারা সবাই ভালো থাকেন এটাই আমার প্রীতি ও প্রত্যাশা । এবং সুস্থ থাকার শুভ কামনা রইল সবার প্রতি।

আমার ক্যামেরায় ধারণ করা হলুদ রঙের ফুলগুলোর নাম ভৃঙ্গরাজ। এটি দেখতে দারুণ লাগে, পথের ধারে এই ফুল ফুটে থাকে।

হলুদ এই ফুলের নাম ভৃঙ্গরাজ। এটি দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো। রাস্তা কিংবা বাড়ির আঙিনায় এ গাছ জন্মাতে দেখা যায়। চকচকে সবুজ পাতার আড়ালো উঁকি দেয় সুন্দর এই ভৃঙ্গরাজ ফুল। এটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এটিকে যার যার আঞ্চলিক ভাষায় ভিন্ন ভিন্ন নামে ডাকে প্রচলিত ভাবে একে ভৃঙ্গরাজ ডাকলে ও Eclipta alba linn এবং যার পারিবারিক নাম Anacarduaceae.

ভৃঙ্গরাজ তিনটি প্রজাতির হয়, সাদা, হলুদ, নীল। এর ডাঁটা রসালো, নরম, সুক্ষ্ম রোম আছে এটি দূর্ত বৃদ্ধি পায়।রাস্তার দুপাশে হলুদ রঙের ফুল ফোটলে দেখতে অসাধারণ লাগে। আমাদের বাড়িতে অনেক ভৃঙ্গরাজ ফুল ফোটে আছে। স্কুলের চারপাশে এই ফুলের চারদিকে ভরে আছে। ছেলে মেয়েরা ফুল তোলে মালা গেঁথে গলায় পরে,এং ফুল এক সাথে আটি বেঁধে রাখে।

প্রিয় বন্ধুগন আজকে এ পর্যন্ত ই। আমার জন্য দোয়া করিবেন। কেমন আছেন সবাই। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রইল।

আল্লাহ হাফেজ

ধন্যবাদ সবাইকে