সকাল বেলা |
---|
everyone
সকাল সকাল ঘুম থেকে উঠলাম আজকেও সকাল বেলা কাজে যেতে হবে সেজন্য খুব সকাল বেলা উঠতে হচ্ছে প্রতিদিন ৷ তারপর জলদি করে ফ্রেশ হয়ে নিলাম এবং দোকানে গিয়ে রং চা আর রুটি খেয়ে নিলাম ৷
এরপর বাড়িতে এসে কাজের ড্রেস পরে চলে গেলাম ক্ষেতে শীত একটু একটু বুঝা যায় কিন্তু কিছুক্ষণের মধ্যে রোদ উঠলে সব শীত শুকিয়ে যাবে আর এদিকে অনেকটা কাজ এগিয়ে যাবে ৷ এত কিছু না ভেবে আঠি বাঁধতে শুরু করলাম ৷
প্রায় দুপুর ১২ টা পর্যন্ত আঠি বাঁধলাম এরপর জলের পিঁপাসা পেয়েছে সেজন্য বাড়িতে চলে আসলাম কিছু খাওয়ার জন্য ৷
মা রুটি আর সুজি রান্না করে রেখে দিয়েছে আমি এই গুলো খাবার দিয়েই দুপুরের খাবার টা খেয়ে নিলাম ৷ তারপর আবার চলে গেলাম ক্ষেতে আমাদের বাড়ি থেকে এই ক্ষেত গুলো প্রায় ১ কিলোমিটার দুরে তাই ভ্যান দিয়ে ধানের আঠি গুলো বাড়িতে নিয়ে আসতে হবে ৷
গতকালকেই একটা ভ্যানওয়ালে বলে রাখছি যে সম্পূর্ণ ক্ষেতের ধানের আঠি গুলো বাড়িতে নিয়ে আসবে তাই আজকে দুপুর ১ টার পর সেই ভ্যান ড্রাইভার চলে আসে তারপর আমরা ভ্যানে ধানের আঠি গুলো সাজাতে লাগলাম ৷
সম্পূর্ণ ক্ষেতে চার ভ্যান ধানের আঠি হয়েছিল আর এই গুলো একবারে শেষ বিকেল পর্যন্ত বাড়িতে নিয়ে আসলাম তারপর একটা ছোট করে পুন্জি করে রাখলাম যাতে করে বৃষ্টি আসলেই ধানের আঠির কোন ক্ষতি না হয় ৷
যাই হোক আজকের মত করে ধান আনা কাজ শেষ আমাদের আরো কিছু ক্ষেতে ধান রয়েছে যেগুলো পাকতে আরো দশ দিনের মত সময় লাগবে ৷ সব কাজ গুছিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
আজকে সারাদিন কাজ করে শরীর অনেক ক্লান্ত তারপরও হাঁটতে হাঁটতে চৌরাস্তা বাজারে চলে আসলাম ৷ এরপর কিছুক্ষণ চৌরাস্তা বাজারে আড্ডা দিলাম সারাদিন কাজ করে একঘেয়েমি লাগতেছে সেজন্য ভাবলাম একটু চৌরাস্তা বাজারে গিয়ে ঘুরে আসি ৷
চৌরাস্তা থেকে খুব তারাতারি বাড়িতে ফিরলাম আর বাড়ি ফেরার পথে দেখলাম আমার একটা কাকিমা ধান সিদ্ধ করতেছে আমিও একটু আগুন তাপাইলাম ৷
আমাদের এদিকে ঠান্ডা পরে গেছে খুব সকাল বেলা আর সন্ধ্যা বেলায় বেশ ঠান্ডা বা শীত অনুভব হয় ৷
যাই হোক সেখানে কিছুক্ষণ থাকার পর চলে আসলাম বাড়িতে ৷ তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম এরপর রুমে এসে সোজা পোস্ট লিখতে শুরু করলাম ৷
তো আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভ রাত্রি 🌼🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |