শ্রী কৃষ্ণ আঙুলের ডগায় গোবর্ধন পর্বত নিয়ে দাঁড়িয়ে আছে তার দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

winkles -
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। আজকে আমি একটু ভিন্ন ধরণের অঙ্কন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি গোবর্ধন পর্বতের চিত্র অঙ্কন করেছি। এখানে আমি দেখিয়েছি যে ভগবান শ্রী কৃষ্ণ তার এক আঙুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে নিয়ে দাঁড়িয়ে আছে এবং অন্য হাত দিয়ে বাঁশি বাজাচ্ছে । এটা আমরা বর্তমানে বিভিন্ন সিরিজের মাধ্যমে দেখে থাকি আজকাল, তবে এই ঘটনাগুলো একসময় বাস্তবে ঘটেছে। শ্রী কৃষ্ণ মূলত গোবর্ধন পর্বতটিকে এক আঙুলের ডগায় তুলেছিল গ্রাম বাসীদের দেবরাজ ইন্দ্রের ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য। ইন্দ্র তার বজ্রের দ্বারা দুর্যোগের সৃষ্টি করেছিল যেটা থেকে বাঁচার জন্য সবাই গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছিল। এখানেও আমি সেই দৃশ্যটাকে স্বরণ করে আঁকার চেষ্টা করলাম, আশা করি আজকের অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।


☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে শ্রী কৃষ্ণের সম্পূর্ণ ছবিটি ভালোভাবে অঙ্কন করে সম্পন্ন করে নিয়েছিলাম। এরপর তার বডিতে পোশাকের চিত্র অঙ্কন করে দিয়েছিলাম। একটি হাত অঙ্কন করে তাতে একটি বাঁশি অঙ্কন করে দিয়েছিলাম এবং অন্য হাতটি উঁচু করে রেখেছে এমনটা অঙ্কন করে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে যে হাতটি উঁচু করে আছে সেই হাতের কেড়ি আঙুলে গোবর্ধন পর্বতের চিত্র অঙ্কন করে দিয়েছিলাম এবং এই পর্বতে কিছু ঘাসের শেপও তৈরি করে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে শ্রী কৃষ্ণের পায়ের নিচে দাঁড়ানোর একটা স্থান মতো তৈরি করে দিয়েছিলাম। এরপর দুইজন ব্যক্তির চিত্র অঙ্কন করেছিলাম যার মধ্যে একজন ঋষির চিত্র এবং অন্যজন সাধারণ ব্যক্তি যিনি শ্রী কৃষ্ণের দিকে হাত জোড় করে দাঁড়িয়ে আছে।

❖চতুর্থ ধাপে অঙ্কন করা সব বিষয়গুলোতে পেনের কালী দিয়ে আরো ভালোভাবে স্পষ্ট করে দিয়েছিলাম। এরপর একটা মেয়ের ছবিও অঙ্কন করে দিয়েছিলাম ( একটু মেয়ের চিত্রটা মডার্ন হয়ে গেছে )।

❖পঞ্চম ধাপে কালার দিয়ে আকাশের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।

❖ষষ্ঠ ধাপে গোবর্ধন পর্বতটিকে কালার দিয়ে পরিপূর্ণ করেছিলাম এবং কিছু ঘাসের গায়ে কালার দিয়ে সবুজতাও ফুটিয়ে তুলেছিলাম।

❖সপ্তম ধাপে শ্রী কৃষ্ণের সম্পূর্ণ বডি এবং পোশাকে কালার দিয়ে দিয়েছিলাম।

❖অষ্টম ধাপে শ্রী কৃষ্ণ দাঁড়িয়ে আছে যে স্থানটিতে সেই স্থানে কালার দিয়ে দিয়েছিলাম। এরপর একজন ঋষিকে কালার করে দিয়েছিলাম।

❖নবম ধাপে যে ব্যক্তিটি হাত জোড় করে দাঁড়িয়ে আছে তাকে সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম।

❖দশম ধাপে যে মেয়েটিকে অঙ্কন করেছিলাম তাকে কালার দিয়ে দিয়েছিলাম পুরোপুরিভাবে।

❖একাদশ ধাপে ভূমি মতো বোঝাতে নিচে দিয়ে সেরকমভাবে কালার করে দিয়েছিলাম এবং অঙ্কনটির সমাপ্তি ঘটিয়েছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles

||amarbanglablog community page||

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join the Discord Server for more Details ||

||Discord Link||