তিলক বর্মার অসাধারণ শতরান!
5 comments
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে একটি খেলাধুলার বিষয়ে পোস্ট শেয়ার করে নেবো। বর্তমানে টি২০ খেলাটা সবদিক থেকে বেশ জমজমাট হয়ে উঠেছে। এই যেমন এখন টেস্ট আর টি২০ টার উপরে বেশি নজর সবার। বিশেষ করে এখন সবাই টি২০ টা বেশি লক্ষ্য করে। যত শর্টে দেখা যায় আর কি, তবে যারা ক্রিকেট প্রেমী তাদের কাছে টেস্ট বলুন, ওয়ানডে বলুন বা টি২০ বলুন সবটাই বেশ মজার লাগে। আমার কাছে যেমন ক্রিকেট খেলাটাই মজার লাগে, কারণ আমি একজন ক্রিকেট প্রেমী বলতে গেলে। মোটামুটি অনেক সময় কাজের চাপের ফলে দেখা হয় না ঠিকই, কিন্তু পরে হাইলাইটস দেখতে ভুলি না। আপনারা হয়তো অনেকে দেখছেন যে, এখন ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে খেলা হচ্ছে ২০ ওভারের। তবে এই খেলাটা কিন্তু সাউথ এর পিচে বেশ জমজমাট হচ্ছে।
রানটাও কিন্তু স্বাভাবিকের থেকে কোনো না কোনো ভাবে বেশিই হচ্ছে। কারণ আমি সাউথ এর পিচে এতো রান তেমন একটা ভারতীয় টিম বা অন্যান্য টিমের সেভাবে দেখিনি। ওদের পিচগুলো সাধারণত বেশিরভাগই স্লো ডাউন। আগের ম্যাচগুলোতেও বেশ লড়াই সম্পন্ন খেলা হয়েছে। গত তৃতীয় টি২০ সিরিজটিতে বেশ জমজমাট খেলা হয়েছিল। এর আগেরটাতে সঞ্জু স্যামসন একাই সিরিজের হাল ধরেছিলো, কিন্তু এই সিরিজে শূন্য রানে আউট হয়ে যায়। তবে একটা বিষয় যে, গম্ভীর কোচ হওয়ার পর থেকে মোটামুটি সবাইকেই বেশ সুযোগ দিচ্ছে নিজেকে প্রমান করার, আর এটা কিন্তু ভারতীয় ক্রিক্রেট টিমের ভবিষ্যতের জন্য একটা ভালো হবে, কারণ এখন থেকেই যদি সব প্লেয়ার মোটামুটি তৈরি হতে থাকে, তাহলে পরে কারো সমস্যা হলে এখান থেকেই তুলে নিতে পারবে।
তিলক বর্মা কিন্তু আন্তর্জাতিক ম্যাচে তেমন খেলেনি আগে, যা খেলা দেখা হয় আইপিএল এর ক্ষেত্রে দেখা হয় এবং ভালোই ব্যাটিং করে থাকে। এই টি২০ সিরিজটিতে সুযোগ দিয়েছিলো, যদিও এর আগে কয়েকটিতে সুযোগ পেয়েছিলো, কিন্তু তাকে চতুর্থ স্থানে ব্যাটিং দেওয়ায় ভালো খেলতে পারেনি। মূলত তার রেকর্ড অনুযায়ী সে কিন্তু তিন নম্বর সারিতে ব্যাটিং করতে আসে অর্থাৎ অন ডাউনে তার অভ্যস্ত বলা যায়। আর এই ম্যাচে সাধারণত অধিনায়ক বা কোচ এর সাথে কথা বলে তাকে তিন নম্বরে নামানো হয়। তবে সে কিন্তু নিজেকে প্রমান করেছে। এ কিন্তু এক নতুন কিছু দেখা যাচ্ছে সাউথ এর পিচে, সবাই বেশ ভালো খেলছে আর রেকর্ড তৈরি করছে।
খেলায় সবক্ষেত্রে হারজিত থাকে, কিন্তু নিজের অবস্থান থেকে রেকর্ড তৈরি করে বের হওয়ার মধ্যে একটা অন্যরকম অনুভূতি লুকিয়ে থাকে প্রত্যেক ক্রিকেটারের। তিলক বর্মার এই অনুভূতিটা নিঃসন্দেহে অনেক স্পেশাল ছিল, কারণ সে কিন্তু এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে টি২০ তে সেঞ্চুরি করেনি, এটাই তার প্রথম ছিল। তবে তার রানের গড় এবং স্ট্রাইক রেট অসাধারণ ছিল। এক্ষেত্রে রান ২০০+ করে একমাত্র তিলক আর অভিষেক এর বদলাতে। তাছাড়া এই সিরিজে আর তেমন কেউই রান পাইনি, এক একদিন এক একজন জ্বলে উঠছে। আগের দিনও বলেছিলাম আর এইবারও বলছি, সব থেকে বর্তমানে এই টি২০ টিম খুবই স্ট্রং এর দিকে এগিয়ে যাচ্ছে। আপাতত ভারত এই সিরিজে এগিয়ে আছে সাউথ আফ্রিকার থেকে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Comments