টানটান উত্তেজনাময় একটি ম্যাচ ছিল পাঞ্জাব বনাম রাজস্থানের মধ্যে

winkles -
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করে নেবো। গতকাল রাজস্থান আর পাঞ্জাবের মধ্যে ম্যাচ ছিল। এদের ম্যাচই আমার তেমন একটা দেখা হয়ে ওঠে না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এরাই ভালো খেলছে। আর যেসব প্রিয় টিম তারাই ভরা ডুবি খেলছে হা হা। যাইহোক, গতকালকের খেলাটা পাঞ্জাবের একটা মাঠে হয়েছে আর টসে জিতে যায় রাজস্থান। রাজস্থান আইপিএল এ মোটামুটি বেশিদিন না হলেও যে কয় বছর খেলছে বেশ ভালো পারফর্মেন্স করছে। তবে কালকের পিচটা ছিল এক কোথায় জটিল। এই পিচে রান করা মহা মুশকিল বলা যায়। কারণ যেহেতু টসে জিতে রাজস্থান আগে বোলিং নিয়েছে এবং পাঞ্জাব আগে ব্যাটিং এ এসে যে কি অবস্থা। উইকেট যেন ঝড়ের মতো পড়তে থাকে আর রানের অবস্থা আর নাই বলি। পাওয়ারপ্লে ওভারের কথা বাদই দিলাম, যখন ১০ ওভার চলছে, রান তখন মাত্র ৫০ এর ঘরে।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

এইটা দেখে তো প্রেডিকশন করে নিয়েছিলাম যে টেনেটুনে ১২০ এইরকম হতে পারে, কারণ বোলিং পিচে এর থেকে আর বেশি কি বা হবে। এর আগেও যত বোলিং পিচে খেলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু যারা আগে ব্যাটিং করেছে তাদের পাল্লাই ভারী থাকে, কারণ পরে টার্গেটে এই রানেও হিমশিম খেয়ে যেতে হয়। তবে এটা সবসময় তা না কিন্তু, ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে সেক্ষেত্রে। এক্ষেত্রে ১৫ ওভারের দিকে জিতেশ শর্মা একটু খেলে যায় মোটামুটি, যার ফলে রানটা ১০০ ক্রস করে। তবে শেষে কয়েকটা অর্থাৎ ৪-৫ ওভার আশুতোষ দারুন ব্যাটিং করে। এ না থাকলে অবস্থা খারাপ হতো রানের। মোটামুটি ১৫০ রানের গায়ে নিয়ে গিয়েছিলো, তবে এই পিচে ১৫০ রান বা ১৩০ যাই হোক না কেন, একটা লড়াই করার মতো পর্যায়ে থাকে।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

যাইহোক, এক্ষেত্রে বিপক্ষ টিমের আক্রমণ খারাপ ছিল না শুরুর থেকে। যাইস্বল মোটামুটি ভালোই খেলে, তবে তাদের পক্ষেও তেমন একটা সুবিধার ছিল না, উইকেট না পড়লেও রান কিন্তু তেমন একটা করে উঠতে পারেনি। এদেরও লো স্কোর ছিল, তবে তাদের থেকে সেই পজিশনে এদের রান রেট বা স্কোর বেশ ছিল। তবে সব থেকে ইন্টারেষ্টিং বিষয় হয়েছে যখন ১৬ বলে ৩৩ রান লাগবে। আসলে আমি ধরেই ফেলেছিলাম যে, রাজস্থান মনে হয় এইবার ডুবে গেলো, কারণ যে মুহূর্তে রান দরকার, ওই মুহূর্তে ঝড়ের মতো উইকেট পড়ছে। এই করে ৫ উইকেট পড়ে গিয়েছে, কারণ প্রথমে রান না উঠলেও উইকেট মাত্র ২ টি পড়েছিল। এক্ষেত্রে হেটমায়ের না থাকলে সত্যি বলতে রাজস্থানের এই ম্যাচ জেতা অসম্ভব একটা ব্যাপার ছিল। ম্যাচটা বেশ ইন্টারেষ্টিং হয়ে উঠেছিল লাস্ট ৩ ওভারে, এই মনে হয় পাঞ্জাব জিতে যাবে, এই মনে হয় রাজস্থান জিতে যাবে।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

তবে পাঞ্জাবের পাল্লা ভারী ছিল। আর হেটমায়ের একা কি করবে আর, তারপর ইয়র্কার বল দিচ্ছে, সেটাও খেলা অনেক মুশকিল। তাও এখানে লাস্ট ২ ওভারে ২০ লাগবে, সেখানে ১০ রান ১ ওভারে কভার করে ঠিকই। কিন্তু লাস্ট ওভারে উঠে উঠে ২ বল ডট যায়। আর এখানে থার্ড বলে যদি কোনো বাউন্ডারি না যায়, তাহলে পরের বল হিট করার মনোবলই নষ্ট হয়ে যায়। সেই বলতে ইয়র্কার হলেও হেটমায়ের গায়ের জোরে মারে আর একদম কাটায় কাটায় ৬ এর বাউন্ডারি গিয়ে পড়ে, যেটা অনেকটা তাদের জন্য স্বস্তির ব্যাপার। তবে সুপার ওভার হওয়ারও অনেক চাঞ্জ ছিল এখানে। সে যাইহোক, অনেক চেষ্টায় ম্যাচটা উইন হয় রাজস্থান। তবে অনেকটা বেগও পেতে হয়েছে এই অল্প রানে চেজ করতে গিয়ে। রাজস্থান ভালোই খেলছে, পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা।


শুভেচ্ছান্তে, @winkles

||amarbanglablog community page||

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join the Discord Server for more Details ||

||Discord Link||