হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। যদিও এই আর্টটি করেছি কিছুদিন আগে। আর্ট করতে চেয়েছিলাম একটি ম্যান্ডেলার, কিন্তু যেহেতু অনেকদিন কোনো গ্রামীণ দৃশ্যের চিত্র অঙ্কন করা হয় না। তাই কোনো একটা গ্রামীণ দৃশ্যের চিত্র অঙ্কন করার কথা ভাবলাম। তো এই গ্রামীণ দৃশ্যের মধ্যে শৈশবের একটা দৃশ্য হঠাৎ মনে পড়লো অর্থাৎ শৈশবে কিন্তু বড়শি দিয়ে মাছ ধরার একটা দারুণ অনুভূতি রয়েছে। শুধু আমার না, প্রায় অনেকেরই এই অনুভূতি রয়েছে। তাই সেই জায়গা থেকে ভাবলাম এইরকম কিছু একটা দৃশ্য আঁকা যাক। এখানে দৃশ্যটা আমি তুলে ধরেছি যে, একটি বালক নদীর পাড়ে দাঁড়িয়ে বড়শি দিয়ে মাছ ধরছে। এখানে অঙ্কন এর মাধ্যমে পুরো বিষয়টা একটা সাধারণ গ্রামীণ পরিবেশের রূপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে এই অঙ্কনটা ভালো লাগবে।
আর্ট পেপার | বোর্ড | স্কেচ পেন্সিল |
---|---|---|
মার্কার পেন | মোম রঙ | রাবার |
✎এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরব---
➤প্রথম ধাপে, ক্ষুদ্র একটা ভূমির অংশ এঁকে নিয়েছিলাম এবং সেখানে একটি ছোটো মাটির হাড়ির মতো দেখতে এঁকে নিয়েছিলাম। এরপর ওখানে একটি বালকের চিত্র পুরোপুরি এঁকে দিয়েছিলাম এবং বালকটি যে বড়শি দিয়ে মাছ ধরছে সেই দৃশ্যটা তুলে ধরেছি।
➤দ্বিতীয় ধাপে, পাশে একটি বট গাছের মত দৃশ্য এঁকে দিয়েছি এবং নদীর ওপারে বাড়ি ঘর এর মতো দৃশ্য তুলে ধরেছি।
➤তৃতীয় ধাপে, অঙ্কন এর সমস্ত বিষয় বস্তু মার্কার পেনের কালী দিয়ে আরো দৃশ্যমান করে তুলেছিলাম।
➤চতুর্থ ধাপে, মোম রঙ দিয়ে বট গাছ, বাড়ি এবং আকাশের দৃশ্য তুলে ধরেছিলাম।
➤পঞ্চম ধাপে, নদীর ওপারে ভূমিতে এবং নদীর জল কালার দিয়ে ফুটিয়ে তুলেছিলাম।
➤ষষ্ঠ ধাপে, বালক সহ আরো অন্যান্য বাকি থাকা কিছুতে কালার দিয়ে অঙ্কনটি সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |