New to Nutbox?

বন্যায় বিপর্যস্ত...

4 comments

winkles
80
last monthSteemit3 min read
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


copyright free image source: pixabay

আজকে আপনাদের সাথে একটি সাধারণ লেখা শেয়ার করে নেবো। আজকে সাধারণত বন্যার বিষয়ে একটি লেখা লিখবো। বৃষ্টি বর্তমানে এই বছর একটু বেশি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে সত্যি বলতে তেমন বৃষ্টির দেখা নেই বললেই চলে। ছিটেফোঁটা করে একটু একটু করে হতে থাকে। আর এই বৃষ্টির আসলে নেই কোনো সময়, যখন তখন শুরু হয়ে যায়, রোদ হলেও বৃষ্টি শুরু হয়। মোট কথা যেখানেই মেঘ করে সেখানেই এক ছড়া করে হয়ে যায়। তবে কলকাতার কিছু কিছু জায়গায়, যেমন আমাদের সাউথ কলকাতার দিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে প্রতিদিন, কিছুদিন আগে সাউথ কলকাতার দিকে গিয়েছিলাম, তখন দেখলাম রাস্তার বিভিন্ন জায়গায় ভালোই জল বেধে আছে। তবে আমাদের এদিকে তুলনামূলক যা বৃষ্টি হচ্ছে, তাতে গরমের ভাব একদমই কাটে না, বরং যেন আরো বেশি হয়।

তবে কলকাতার বাইরে প্রচুর পরিমানে টানা বৃষ্টি হচ্ছে, সেটা মুম্বাই হোক আর পুনে হোক। মোটামুটি ওই লাইনের দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে কিছুদিন যাবত। এমনকি রীতিমতো বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে ওখানে। খবরে দেখছিলাম মুম্বায়ের দিকে রাস্তাঘাট সব জলে থৈ থৈ করছে, যেন সমুদ্রের জল চলে এসেছে। এমনিতেও খুব ভারী বৃষ্টি হলে বাঁধ ভেঙে জল শহরতলীতেও ঢুকে যায়, কারণ জল ফাঁপে খুব। বর্তমানে এখন মুম্বাইয়ের রাস্তাঘাটে যে অবস্থা জলে, তাতে জনজীবন একপ্রকার ব্যাহত। আর এতে বেশি সমস্যার মধ্যে পড়ে গিয়েছে যাদের দিনমজুরি করে চলতে হয়। তারপর যারা রিক্সা চালিয়ে অন্য জোগাড় করে, এদের এই জলের ভিতরে চালাতে অনেক বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে। তাছাড়া চলাচল করতেও পারছে না এইভাবে বেশিরভাগ।

কারণ কোমর সমান জল উঠে গিয়েছে কোথাও আবার কোথাও হাঁটু সমান। এইরকম সেম অবস্থা পুনেতেও হয়েছে, যেখানে আরো বেশি জল জমা হয়েছে। এই নিয়ে একটা খবর দেখলাম সেখানে মানুষও মারা গিয়েছে। আসলে এই ক্ষেত্রে অনেক কারণে ইটা ঘটনাগুলো ঘটে থাকে, যেমন- পানীয় জলের কারণেও হতে পারে আবার খাদ্যের কারণেও হতে পারে। কারণ এই ঘটনাগুলো একমাত্র ফুটপাতে বা যারা দিন আনে দিন খায় তাদের সংখ্যাই বেশি দেখা যায়।

ওইদিকে এখন চারিদিকে জলমগ্ন অবস্থা। যাতায়াতে মহা সমস্যা, কারণ এক মাত্র প্রাইভেট কার বা বাস এইসবেই মোটামুটি চলছে টুকটাক করে, কিন্তু তাও কেউ বলতে গেলে সময় মতো কোথাও পৌঁছাতে পারছে না। এয়ারপোর্ট এর দিকেও দেখা গেলে একই অবস্থা, ওখানেও জলের আনাগোনা হয়েছে, ফলে ল্যান্ডের ক্ষেত্রেও ব্যাহত হচ্ছে বলে শুনলাম। বৃষ্টি না হলে যেমন সমস্যা আবার অতিরিক্ত হলেও এক সমস্যা, কারণ যখন হয় তখন টানা হওয়ার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে যায়। আর এতে সাধারণ মানুষজনের ভোগান্তির সীমা থাকে না।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Comments

Sort byBest