লাউ ও আলু দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি

wahidasuma -

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে এসেছি ।আমার আজকের রেসিপিটি হচ্ছে লাউ ও আলু দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি ।বোয়াল মাছ বিভিন্নভাবে রান্না করে খেতে আমার কাছে বেশ ভালই লাগে । আজ আমি লাউ দিয়ে রান্না করেছি । প্রথমে চিন্তা করেছিলাম লাউ দিয়ে বোয়াল মাছ খেতে কেমন হবে ? মনে হয় বেশি একটা ভালো হবে না , কিন্তু রান্না করার পর দেখলাম খেতে বেশ মজার হয়েছে।সেই রেসিপিটি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি লাউ ও আলু দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি।

লাউ ও আলু দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি





উপকরণপরিমান
বোয়াল মাছ৮ পিছ
লাউঅর্ধেক
আলু২ টি
পেঁয়াজ কুচি৩ টি
কাঁচা মরিচ৪ টি
পেঁয়াজ বাটা৩ টেবিল চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদ গুঁড়া২ চা চামচ
লাল মরিচ গুঁড়া১ চা
ধনিয়া গুঁড়া২ চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
ধনিয়া পাতাপরিমান মতো
লবনস্বাদমতো
তেলপরিমাণমত

প্রুস্তুতপ্রণালী


ধাপ -১

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই । তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই । পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে পেঁয়াজ বাটা , আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেই ।

ধাপ -২

তারপর মশলাটা নেড়েচেড়ে লবণ দিয়ে দেই।

ধাপ -৩

তারপর সব গুঁড়ো মসলা দিয়ে ভালোমতো নেড়েচেড়ে নেই ।

ধাপ -৪

তারপর সামান্য একটু পানি দিয়ে মসলাটা কিছুক্ষণ কষিয়ে মাছগুলি দিয়ে দেই ।

ধাপ -৫

তারপর মাছগুলি ভালোমতো নেড়েচেড়ে , সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে মাছগুলি কষিয়ে নেই ।

ধাপ -৬

মাছগুলো কষানো হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি।

ধাপ -৭

তারপর ওই মসলার মধ্যে সবজিগুলো দিয়ে ভালোমতো নেড়েচেড়ে নেই ।

ধাপ -৮

তারপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে সবজিগুলো সিদ্ধ করে নেই।

ধাপ -৯

সবজিগুলো সিদ্ধ হয়ে এলে ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে দেই ও আরো কিছুক্ষণ রান্না করার পর কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেই ।

ধাপ -১০

তারপর ঝোলের জন্য বেশি পানি দিয়ে দেই ও জিরা গুঁড়ো দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করি।

ধাপ -১১

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার লাউ ও আলু দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি ।এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।