আঁকা আঁকি :-নদী ও নৌকা

uttsho -

সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার করা একটি চিত্র।এই চিত্রটি করেছি মুলত আমার ঘরের জন্য।


চলুন শুরু করা যাক আমার আজকের করা আঁকা আঁকি।

প্রয়োজনীয় উপকরণ
আ্যক্রেলিক কালার
পানি
কাগজ,ও টেপ
তুলি, রাবার,কাটার,পেন্সিল,ফোম

আঁকার পদ্ধতি
প্রথম এ কাগজের চারদিকে এ টেপ দিয়ে বডার দিব।
-

এবার যে বিষয় গুলো আঁকব সেগুলো এঁকে নিব।

এখনে মুলত নীল, আকাশী, সবুজ, হলুদ, কালো আর খয়েরীর কাজ। প্রথম এ নীল ও সাদা রং দিয়ে আকাশ টা রং করব।

এবার গাঁঢ় নীল রং ও সাদা রং দিয়ে নদী টা রং করব।

গাঁঢ় সবুজ রং দিয়ে দুরের ঘাস টা রং করব।

খয়েরী রং দিয়ে নিচে পাড় দিব।

হালকা সবুজ রং দিয়ে দুরের ঘাস এর প্রতিচ্ছবি আঁকব।

এবার নিচের পাড় আঁকব।

গাছ রং করব খয়েরী রং দিয়ে।

এবার ফোম ও তুলি দিয়ে গাছের পাতা আঁকব।

এখন কালো রং এবং খয়েরী রং দিয়ে নৌকা গুলো রং করব। সাথে কালো রং দিয়ে নৌকার প্রতিচ্ছবি আঁকব।

এবার টেপ তুলে নিব।এভাবে শেষ করছিলাম আমার আঁকাআঁকি।কিন্তু অনেক ক্ষন পর মনে হল গাছ টি একটু ভালো করা দরকার তাই গাছ টি আবার পরে রং করেছিলাম।

আজ আর নয়। আশা করি ভালো লাগবে আপনাদের আজকের পোস্ট টি।ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile