গলাটা লুকাইনি, এটা আমার অরিজিনাল ভয়েস।
টেলিফোন রেখে দেওয়ার শব্দ হলো।
সর্বাঙ্গ ঘেমে নেয়ে গেল ইউসুফের। ঘরের ভিতর এসির শব্দ কর্কশ হলো।
ঘড়ির শব্দটা হঠাৎ বেড়ে গেল এবং সে স্তব্ধ হয়ে বসে রইল। মিতা। দিস্ মিতা হ্যাজ কুইন্ড মি! পঞ্চাশ লাখ টাকা এবং তিন বছরের জেল।
জেলের কথাটা এই মাত্র তার মনে এলো। দণ্ডবিধির ৩০৪বি ধারা। হাকিম হিসেবে সে বিচার-আচার করেছে। অসাবধানে গাড়ি চালানোর ফলে কারও মৃত্যুর কারণ হলে তিন বছরের কারাদণ্ড। সশ্রম।
নার্গিস, জেসি, সে। সবাই চুরমার হয়ে যাবে এক কোপে।
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
না, না, এখন তাকে ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে। আমি এখন ডীপ ট্রাবলে আছি। ইন এ ভেরি থিক সুপ। আমাকে বের হয়ে আসতে হবে। সব সমস্যার সমাধান আছে, সব বিপদের তরক্কি। পথটা আমাকে বের করতে হবে। আমার একজন বন্ধু দরকার। একজন লোক, যার কাছে আমি অকাতরে অকপটে সব বলতে পারি। নার্গিস নয়। সে আছে কেবল ফ্যাশন নিয়ে। পার্টি নিয়ে। গয়না নিয়ে। কি কি আছে তার, তার গালভরা গল্প নিয়ে। তার ভিতরে কোন হার্ট নেই। হার্টলেস প্রিয়তমা। জেসি।
সে তো ছোট মেয়ে একটা। দুনিয়া সম্বন্ধে কোন জ্ঞানই নেই তার।
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
ওকে আমার চাই। ওই ছেলেটাকে। আমি ওকে সকল সময়ের জন্য চাই।
বসার ঘরে দু'জন দু'দিকে।
দু'জনই মাথা নিচু করে বসে আছে।
মেরী চোখ তুললেন। তাকালেন চারদিকে। এই ঘর-সংসার, এই জীবন, বেঁচে থাকা অনবরত এক স্বপ্নের মধ্যে, সব অর্থহীন হয়ে যাচ্ছে। সব বিবর্ণ। মনের সুদূর প্রান্তে একটা ভয় বহুদিন ধরে নিথর হয়ে বসে ছিল। এই ক'দিন আগে থেকে তা একটু একটু নড়াচড়া শুরু করেছে। তিনি জানতেন, একদিন একটা ঘটনা ঘটবে। আর সেই ভয় নামক বস্তুটা আস্তে আস্তে বড় হবে, বিরাটকায় হবে, সব কিছু ছাপিয়ে যাবে।
তিনি একা হয়ে যাবেন, তার জীবনের সব রঙ মুছে যাবে।
হাল্কা গরদ রঙের শাড়ি, চওড়া সবুজ পাড়। লম্বাটে মুখ। যে বয়সে তিনি আছেন সসই বয়স তাকে সেই বয়সের পবিত্রতার সৌন্দর্য দিয়ে রেখেছে। মুগ্ধ হওয়ার মত শ্রদ্ধান্বিত সংগ্রাম তাকে ক্লান্ত করতে পারেনি। জীবন থেকে কিছু তার পাওয়ার ছিল, তিনি পাননি এমন কোন শ্রীহীন অনুশোচনা তার সুশৃংখল দৈনন্দিনতাকে কোন.........