ইউসুফ মুহূর্তে বুঝে নেয়, লোকটা কে। বেঁটেমত ব্যাকব্রাশ করা চুল। হাসি ছাড়া কথা নেই, কথায় কথায় স্যার, সেই অনুগত ক্যামেরাম্যানটি। কিন্তু সেটা ছিল তার ভেক।
ইউসুফ নার্ভাস না হওয়ার জন্য অথবা সে ঘাবড়ায়নি এটা জানানোর জন্য হেসে ওঠে। হাসিটা ভাল হয়নি, কৃত্রিম যে তা ধরা পড়ল।
ওই প্রান্ত বলল, আর একবার যদি অই রকম বান্দরের মত খ্যাঁক খ্যাঁক করেন তাহলে ফোন রেখে দেব মিস্টার আমিন। কিনবেন?
নেগেটিভ শুদ্ধ সবগুলো প্রিন্ট?
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
ইউসুফ বুঝল, লোকটা একা নয়।
ইউসুফ বলল, কত দিতে হবে?
পঞ্চাশ।
ইউসফের কণ্ঠে বিস্ময় তাৎক্ষণিক, পঞ্চাশ হাজার! এই কয়েকটা ছবির জন্য!
মাথা খারাপ!
লোকটা ধীরে ধীরে বলল, পঞ্চাশ হাজার নয় স্যার, পঞ্চাশ লাখ। আবার বলছি, পঞ্চাশ লাখ।
ইউসুফের সারামুখে ঘাম দেখা দেয়। সে কথা বলতে পারে না। পঞ্চাশ লাখ টাকা কয়েকটা ছবির জন্য কেউ চাইতে পারে, এটা তার কল্পনায় কোথাও ছিল না।
ওই প্রান্ত থেকে বিদ্রুপ ভেসে এল, জ্ঞানে আছেন না ফিট হয়ে গেলেন?
আওয়াজ দিন।
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
এখন আমার সত্যিই হাসি পাচ্ছে। আপনার কি ধারনা ছেলেখেলা পঞ্চাশ লাখ টাকা?
শুনুন মিস্টার আমিন। আমি কালকে, নো, কালকে না, কালকে শুক্রবার, পরশু শনি, রোববার এমনি সময়, বারোটা বাজার পনেরো মিনিট আগে ফোন করব। তখন ডিটেলস বলে দেব। একটু ভাবুন, ভেবে কথা বলুন। আপনার স্ত্রী, মেয়ে, পুত্র নিয়ে ছেলেখেলা করবেন না। ছবিগুলো আপনার স্ত্রীর কাছে পাঠানোর ইচ্ছা আছে একটা চিঠিসহ। চিঠির একটা খসড়া করেছি, শুনবেন?....থাকবে? (কি যেন শুনলো কার কাছে) না, এখন পড়ছি না। ওটা আরও পালিশ করতে হবে। বাই দি বাই, আমার.......