আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
made by canva
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম এমন একটা লেখা লেখি। যেটা আসলে অনেকটা বলা চলে সময়োপযোগী এবং এই সময়ের সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত এবং সেইসাথে আসলে আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কথা বলাটা অনেক বেশি প্রয়োজন। আমি আজকে আসলে যে ব্যাপারটি ক্লিয়ার করতে এসেছি। সেটা হচ্ছে, আমাদের প্রতিটি কাজ করার আগে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ হলো,
আমরা যখন কোনো ভাল কাজ করতে চাই। তখন আসলে অনেকেই আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। আমরা তাদেরকে তখন সেভাবে খেয়াল করে দেখি না। কিংবা খুব একটা যাচাই করি না বলে খুব কোনো কিছুই আমাদের মাথায় আসে না। কিন্তু পরবর্তীতে দেখা যায়, যারা আসলে আমাদের কাছে সাহায্যের নাম করে এসেছে। তারা হলো এক প্রকার সুযোগ সন্ধানী লোকজন। যারা অপেক্ষায় থাকে , কখন কাজটাকে নষ্ট করবে।
অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই, প্রতিটি কাজেই দেখবেন অনেক সুযোগ সন্ধানী মানুষজন রয়েছে। তাদের হাত থেকে প্রথমেই নিজেকে রেহাই করতে হবে। কারণ তারা প্রতিটি ব্যাপারেের জন্যই হুমকি স্বরূপ। কারণ তারা প্রথমে আসেই আপনাদের বন্ধু হয়ে। কিন্তু তারা কখনোই আপনাদের বন্ধু হবে না। তাদের নামেই তাদের পরিচয়। অর্থাৎ তারা হলো সুযোগ সন্ধানী। যারা সব সময় একটা সুযোগের অপেক্ষায় থাকবে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং যেটা তারা করেই ছাড়বে।
তাই যেকোনো সুযোগসন্ধানী লোকেদের কাছ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখুন নিজেকে সাবধানে রাখুন। কারণ সুযোগ সন্ধানীদের হাতে পরা মানে নিজের জীবন শেষ করা। কারণ তারা আমাদের কাছে এমন সব তথ্য নিয়েই কিন্তু আসে। যেনো তারা আমাদের খুব ভালোভাবে ক্ষতি করতে পারে এবং আমরা কোনোভাবেই এটা হতে দেবো না। কারণ কোনো কাজে সুযোগ সন্ধানীরা ঢোকা মানেই হলো, তারা সে কাজটি একেবারে নষ্ট করে দেওয়ার প্ল্যান এ আসা।আর আমাদের কোনো কষ্টের কাজ, কষ্টের কোনো কিছু নষ্ট করার অধিকার কারো নেই।