আমরা যারা বাংলাদেশ অবস্থান করছি আমাদের দেশ সম্পর্কে আমাদের মোটামুটি একটি ধারণা রয়েছে। বর্তমান বাংলাদেশের সব থেকে ব্যস্ততম শহর হচ্ছে ঢাকা শহর এবং ঢাকা শহর হচ্ছে বাংলাদেশের রাজধানী। কিন্তু এই রাজধানী হিসেবেও ম আমাদের ঢাকা কিন্তু অনেকটাই কুখ্যাত বলা চলে। কুখ্যাত কেন বললাম জানেন এখানে আসলে মানুষের বসবাসের অযোগ্য একটি পরিবেশ সৃষ্টি হয়েছে।
ঢাকা শহরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য খুব বেশি সময় লাগে। যে বিষয়গুলো আমরা সকলেই জানি বিশেষ করে ঢাকা শহর কিন্তু খুব বড় একটা শহর নয়। ঢাকা শহর অন্যান্য শহরের মতোই একটি ছোট শহর। কিন্তু এর রাস্তাঘাটের যে পরিমাণে জ্যাম থাকে তা হয়তো পৃথিবীর অন্য কোথাও এতো জ্যাম থাকে বলে আমার মনে হয় না।
ঢাকা শহরে যদি আপনি দশ কিলোমিটারের ট্রাভেল করেন সে ক্ষেত্রে আপনার দুই থেকে তিন ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে। বিশেষ করে যারা চাকরি করেন আর সকাল নয়টার সময় অফিসে যেতে হয়। কেউ কেউ ভোর ছয়টার সময় বাসা থেকে বের হয়। কারণ তারা জানেন রাস্তার যে পরিস্থিতি এতে করে সঠিক সময় অফিসে পৌঁছানোটা অনেকটাই দুষ্কর বিষয় হয়ে যায়। এদিকে পরিবেশের দূষণ তো রয়েছেই। পরিবেশে দূষণের দিক থেকেও ঢাকা শহর বিশ্বের শীর্ষ তালিকায় আছে এবং এই এলাকায় নিঃশ্বাস নেওয়াটাও বিষ গ্রহণ করার সমান।
যারা ঢাকা শহরে বসবাস করেন তারা সবসময় সময় মেনটেন করে চলার চেষ্টা করেন। এই যে একটু আগে বললাম সকাল নয়টার সময় অফিস থাকলে হাতে তিন ঘন্টা সময় নিয়ে বের হতে হয়। এতে করে যেমন সময়ের অপচয় হয় ঠিক ঠিক তেমনিভাবে জনসাধারণের মারাত্মক ভোগান্তের মুখে পরতে হয়।
শত ভোগান্তি এবং ব্যাস্ততার মাঝেও এই শহর পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা প্রত্যাশা করি এই শহরের পরিবেশ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং উন্নতি শহরের তালিকায় এই শহরেরও নাম উঠবে। আজকের মত এখানে শেষ করছি, আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।