আকাশের স্বপ্ন পূরণ ( পঞ্চম পর্ব)

un-stoppable -

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এর ভেতরে আকাশের হাতে থাকা ছেলেটার মোবাইলটা বেজে উঠলো। ফোনটা দিয়েছিল ছেলেটার বাবা। আকাশ ফোন রিসিভ করে ছেলেটার বাবাকে সবকিছু খুলে বললো। তখন ছেলেটার বাবা আকাশকে অনেক ধন্যবাদ দিয়ে তাকে আরও কিছুক্ষণ সেখানে থাকতে বললো। লোকটা আকাশকে জানালো সে অল্প কিছুক্ষণের ভেতরেই হাসপাতালে চলে আসবে। এর ভিতর ডাক্তাররা আকাশকে জানালো ছেলেটাকে দ্রুত এক ব্যাগ রক্ত দিতে হবে। আকাশ ছেলেটার পকেটে পাওয়া মানিব্যাগ থেকে আইডি কার্ড বের করে দেখে ছেলেটার ব্লাড গ্রুপ আর তার ব্লাড গ্রুপ একই।

তখন আকাশ ডাক্তারকে বলল সে রক্ত দিবে। ডাক্তার তাড়াতাড়ি আকাশকে নিয়ে ভেতরে চলে গেলো। তারপর আকাশকে নিয়ে ছেলেটার পাশের একটি বেডে শুইয়ে দেয়া হলো। তারপর আকাশ ছেলেটাকে রক্ত দিতে লাগলো। রক্ত দেয়া যখন মাঝামাঝি হয়েছে তখন ছেলেটার বাবা-মা সেখানে উপস্থিত হোলো। ছেলেটার মা বাবা দুজনই ছেলেটার অবস্থা দেখে হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো। তারা কিছুটা ধাতস্থ হলে ছেলেটার বাবা আকাশের কাছে সমস্ত ঘটনা শুনতে লাগলো।

এর ভেতরে ডাক্তার এসে ছেলেটার বাবাকে জানালো যদি উনি রক্ত না দিতো তাহলে আপনার ছেলেকে বাঁচানো খুব সমস্যা হোতো। এই কথা শুনে ছেলেটার বাবার চোখ দিয়ে আবার অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ছেলেটার বাবা আকাশের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ