তবু রবিন হাল ছাড়েনি। সে জানত, একদিন তার সময় আসবেই। প্রতিদিন নতুন উদ্যমে সে নিজেকে তৈরি করত। এত বছর ধরে সংগ্রাম করে আসার পর, অবশেষে সেই দিনটা এলো। জাতীয় দলের নির্বাচকেরা এক প্রতিযোগিতা দেখার জন্য এসেছিলেন। রবিন সেদিন নিজের সেরা খেলা খেললো। সেদিনের ম্যাচে তার দল টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটিং করতে নেমে রবিনের দলের টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে যায়। তখন ক্যাপ্টেন রবিনকে ব্যাটিং করতে পাঠায়।
রবিন চার উইকেট পড়ে যাওয়ার পরও দারুন সাহসিকতার সাথে দুর্দান্ত একটি ইনিংস গড়ে তোলে। প্রথমে রবিন ধীরেসুস্থে খেলতে থাকে। পরবর্তীতে যতই সময় গড়াতে থাকে ততই আগ্রাসী সে ব্যাটিং করতে থাকে। রবিনের দুর্দান্ত শতরানের উপর ভর করে তার দল আড়াইশো রানের একটা স্কোর গড়ে তোলে। বিপক্ষ দল যখন ব্যাটিং করতে নামে এক পর্যায়ে তারা খুব সহজেই জয়ের দিকে এগিয়ে চলছিলো। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।