New to Nutbox?

রক্ষক যখন ভক্ষক তখন জনগণের কি উপায় (প্রথম পর্ব)?

1 comment

un-stoppable
73
2 months agoSteemit2 min read

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন সাধারণ মানুষ পড়ে সবচাইতে বেশি সমস্যায়। তেমনি একটি খবর আজকে পত্রিকায় পড়লাম। পুলিশ বাহিনীর কাজ হচ্ছে সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়া। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু সেই পুলিশ বাহিনীর সদস্য যখন ছিনতাইয়ের মতো ঘৃণ্য কাজ করতে শুরু করে তখন দেশের সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। অবশ্য ব্যাপারটা যে একেবারে নতুন তাও নয়।


workout_20240520_214757_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

এ ধরনের খবর আমরা হর হামেশাই শুনে আসছি। কিন্তু এগুলোর কোন প্রতিকার হচ্ছে না। আজকের যে খবরটি পড়েছি সেই খবরটি হচ্ছে সৌদি প্রবাসী এক ভদ্রলোক তিনি আসার সময় সৌদিতে তার কেনা কিছু স্বর্ণ রেখে আসেন। তার এক পরিচিত লোক সৌদি থেকে আসবে শুনে তিনি তাকে তার সেই স্বর্ণগুলি নিয়ে আসতে বলেন। সেই ব্যক্তি যখন তার স্বর্ণগুলো এয়ারপোর্ট থেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো। তখন দুই পুলিশ সদস্য ডিবি পরিচয়ে রাস্তার ভিতরে তাকে বাস থেকে নামায়। তারপর একটা সিএনজি অটোরিকশা করে শহরের বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরায়। তারপর একটা ফ্লাইওভারের উপর উঠে তার কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা করে।


কিন্তু সেই ব্যক্তির সাথে এই ভুয়া ডিবি পুলিশের ধস্তাধস্তির কারণে সেখানে লোকজন জড়ো হয়ে তাদেরকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ এসে ডিবি পরিচয় দেয়া সেই পুলিশকে গ্রেফতার করে। এখন সমস্যা হচ্ছে গ্রেপ্তার হওয়া পর্যন্ত সবকিছুই ঠিকঠাক রয়েছে। তবে এর পরে কি হবে? এর পরে আদৌ কি সেই দোষী পুলিশ সদস্যদের কোনো বিচার হবে? কারণ আমাদের দেশে পুলিশ সদস্যদের বিচার হওয়ার নজির খুব কম। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Comments

Sort byBest