১৬ জামাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি। |
---|
অনু কবিতা-১
একটা দেশ আছে নামও অচীন দেশ
জানা আছে কি সে দেশের রাস্তাটা কোন দিকে?
উঁচু পাহাড়গুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে।
দেখে মনে হয় সময়টা যেন থমকে গেছে।
অনু কবিতা-২
স্বপ্নের পৃথিবী রহস্যের বুননে একা আমি
হেঁটে চলেছি অন্ধকারে কোথায় যাব জানি না।
তবে রহস্যের ঘেরা এই পৃথিবীতে সুখের জন্য
এক টুকরো জায়গা তো হবে প্রকৃতির বিশালয়েতে।
অনু কবিতা-৩
নদীর বুকে অন্ধকারে আলো জলকানি
মাঝেমধ্যে কেঁপে ওঠে উঠে শব্দের গর্জনে।
রাতের পাখিরা উড়ে চলে গন্তব্যের দিকে
সবাই এখানে অজানা ভাষায় যেন কথা বলে।
অনু কবিতা-৪
অপেক্ষাটা বড়ই কঠিন,তবুও অপেক্ষা করে
অপেক্ষা করে তার ভালোবাসার মানুষের জন্য
যে কিনা অচেনা পথ ধরে হেঁটে চলেছে।
যে পথে নেই কোন নিশানা, নেই কোন ঠিকানা।
শ্রেণী | অনু কবিতা |
---|---|
ডিভাইস | poco M2 |
লেখক | @tuhin002 |
লোকেশন | মেহেরপুর |
VOTE @bangla.witness as witness
OR