ক্রিয়েটিভ রাইটিং: - সবাইকে মূল্যায়ন করুন জীবন পাল্টিয়ে যাবে।
8 comments
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো সময়কে মূল্যায়ন করুন জীবন পাল্টিয়ে যাবে। আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...
অর্থ সম্পদ টাকা-পয়সার একদিন সবকিছু ফিরে আসবে কিন্তু ফিরে আসবে না সময়। একবার যে চাকাটা সামনে চলে গেছে সেই জায়গা ফিরে আসবে না তাহলে সময়। সবাইকে আমরা অনেকে গুরুত্ব দিয়ে থাকি আবার অনেকেই গুরুত্ব দেয় না। যারা সময়কে গুরুত্ব দেয় না তারা একটা সময় সময়ের মর্যাদা বুঝতে পারে। সময় কতটা মূল্যবান ছিল সেই বিষয়টাই তারা বুঝতে পারে কিন্তু সেই সময় বুঝে আর কিছু করার থাকে না। আমরা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমাদের ইচ্ছা অনুযায়ী অনেক কিছুই করে থাকে। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব দায়িত্ব রয়েছে আর সেই দায়িত্ব থেকে আমরা কখনো নিজেকে দূরে সরে রাখি আবার কখনো দায়িত্ব অর্পণ করে সেখান থেকে দায়িত্ব নিয়ে চলি। যারা সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে নিয়ে যায় তারাই কিন্তু দিনশেষে সফলতা অর্জন করে। আর যারা সময়কে গুরুত্ব দেয় না অবহেলায় কাটিয়ে দেয় তারা দিনশেষে নিজের মূর্খতার কারণে সারাটা জীবন পস্তায়। তাই আমাদের প্রত্যেকটা মানুষের সময়ের গুরুত্ব দিতে হবে এবং সময়ের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আসলে সময়টা কি এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এটা একটা ব্যাপকভাবে আলোচনা করা যায়। প্রথমে আমি ধরে নিই সময় একটা জীবনের অংশ। অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার বুদ্ধি হওয়ার আগ পর্যন্ত একটা সময় থাকে যে সময়টা আপনার অনেক কিছুই বুঝতে পারেন না। অর্থাৎ বয়সটা থাকে শিশুকাল আর শিশুকালে মানুষ অবাধভাবে চলাফেরা করতে পারে। সে সময় তার জীবন সম্পর্কে কোন ধারণা থাকেনা তাই তার নিজের ইচ্ছা মত চলাফেরা করে নিজের ইচ্ছামত সবকিছু করে বেড়াই। আর একটা বিষয় দেখবেন ওই সময় বাড়ির মানুষ বা প্রতি বেশিরকথায় বলে ভাগ গ্রামের মানুষ কোন কিছুই তাদেরকে বলে না শুধু একটা কথাই বলে তারা এখন ছোট মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী তারা করেছে। কিন্তু সময় কিন্তু তার মধ্য থেকে বেশ কয়েক বছর চলে যায়। এটাও কিন্তু একটা সময় চলে যায় কিন্তু তার গুরুত্ব কিন্তু অনেক কম থাকে। আর এই গুরুত্বপূর্ণ থাকার পেছনে একটাই কারণ সেটা হল বয়স কম তাই। একটা সময় বয়স বাড়তে থাকে মানুষের চাপ বাড়তে থাকে মানুষের বুদ্ধি বিবেক সবকিছু এগিয়ে যায়। যখন মানুষের বয়স একটা জীবনে চলে আসে তখন দেখবেন তার বাড়তে একটা চাপ চলে আসে। একটা সময় যে মানুষগুলো তাকে দেখেও কোন কিছুই বলতো না কিন্তু দেখবেন সেই সময় তাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা শোনাবে। অর্থাৎ এই সময়টা তার সময়ের গুরুত্বটা বেশি বেড়ে যায়। আর সময় গুরুত্ব সাথে সাথে জীবনে মানদন্ড বেড়ে যায়। আর এই কারণেই কিন্তু এই সময়টা বেশ গুরুত্ব হয়ে ওঠে।
পৃথিবীতে আমরা যারা এসেছি তারা কিন্তু চিরকাল থাকবো না একদিন আমাদের কাছে চলে যেতে হবে। চলে যাওয়ার মধ্য থেকে আমাদেরকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমাদের জীবনযাত্রা যে অবস্থা তার দাম আমরা মনে করি টাকা পয়সা অর্জন করা মান-সম্পদ এগুলোই কিন্তু জীবন। আসলে দৃষ্টিকোণ থেকে আমরা এগুলোকেই বেশি বিবেচনা করি এবং এটা এগুলো নেই আমরা বেশি মাথা ঘামাই। তবে যদি এই সমস্ত জিনিসগুলোর কথা আমরা ভাবি তাহলে এই সমস্ত জিনিসগুলো করতেও কিন্তু আমাদের একটা সময়ের দরকার আর সময়ের মধ্যে যদি আমরা এগুলো না করতে পারি পরবর্তীতে কিন্তু আমার এগুলো করতে পারবোনা। তাই জীবনের একটা সময় আছে ভাই একটা পর্যায়ে আছে এই পর্যায়ের মধ্যে যদি নিজের জীবনকে গড়ে নিয়ে যায় তাহলে ভবিষ্যতে আপনি বসে থাকতে পারবেন। কিন্তু নিজের জীবনকে যদি এই সময় বসিয়ে কাটান অলসতাই কাটান তাহলে দেখবেন একটা সময় আপনি জীবনের অনেক কিছু থেকেই নিজেকে পেচিয়ে ফেলে যাবেন। মানুষের জীবনে সময়ের গুরুত্ব দেওয়াটা অধিক জরুরী। যদি সময়ের গুরুত্ব আপনি না বোঝেন তাহলে আপনি নিশ্চিত ভবিষ্যৎ আপনার জন্য অন্ধকার।
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
ডিভাইস | poco M2 |
---|---|
লোকেশন | মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Comments