আমি
@tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। কিবরিয়া আমার ভাগ্নে এটা সবাই জানে। যখন ইচ্ছে হয় তার সাথে যে কোন জায়গায় চলে যাই। অবশ্য যেখানেই যাই খাওয়ার জন্যই যাই। ঠিক তেমনি আজকে গাংনী গিয়েছিলাম। সেখানে কিছু খাওয়া-দাওয়া করেছি। যাইহোক কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ ...।