নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব -২৪।

tuhin002 -

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ ( ০৯ - ১১ - ২০২৪)


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ২৪"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নাম"ভবঘুরে" পর্ব - ২৪।
পরিচালকআল- হাজেন।
অভিনয়আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ।
দৈর্ঘ্য১৯ মিনিট ৫২ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ১৬ এপ্রিল ২০২২ ইং।


নাটকের সারসংক্ষেপ


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এই পর্বের প্রথমে দেখা যায় যে একদিকে প্রাইভেট টিচার অন্যদিকে আবার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব আছেন। ঘরের মধ্যে ব্যাগ পত্র গুছাচ্ছে ঠিক এমন সময় তার বাবা ঘরের ভিতর ঢুকে বলে কি করছিস তুই। তখন সে বলে ব্যাগ পত্র বসাচ্ছি বলে কোথাও যাচ্ছ কিনা? তখন সে বলে একটু পরিচালক আমাকে ডেকেছে সেখানে যেতে হবে তার বাবা বলে তুই কি ঢাকায় যাবে তখন সে বলে না আমি ঢাকায় যেতে পারছিনা এই মুহূর্তে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে ব্যাগপত্র গোছানোর কি আছে সে তখন বলছিল পরিচালক কখন কোন বেশি আমাকে দেখতে চাই সেটা তো বলা যায় না তাই সেগুলো সাথে করে নিয়ে যাচ্ছি। এরপরে তার বাবার সাথে কিছু বিতর্ক হয় এবং পরবর্তীতে তার বাবা লাঠি দিয়ে তার মারতে পারে সে দৌড়ে পালায়৷


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
বাগানে সবাই জানে এখানকার ম্যানেজার হল বদমাইশ। তার কাজ হলো নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য যে কোন মানুষের যে কোন ক্ষতি করতে। এই হোটেলে একজন মহিলা এসেছিল সেই মহিলা হল এই বাগানের মালিকের গার্লফ্রেন্ড । তার জন্য একজন গরিব মানুষের চাকরি চলে গিয়েছিল এর জন্য এই ম্যানেজার কে সে ডাকছিল এবং তার মালিক সম্পর্কে সে জানতে চেয়েছিল। অবশ্য ম্যানেজার কথাবার্তা শুনে এসে বুঝতে পারছিলো ম্যানেজারের মধ্যে কোন কুকৃত্তি করতে আছে। ম্যানেজার বিষয় পরিষ্কার করে বলে দিয়েছিল যে শান্ত যদি চাকরি ফিরে দিতে পারো তাহলে তুমি আমার সাথে দেখা করবে আর যদি না পারো তাহলে তোমার মালিককে বলে তার চাকরি ফেরানোর ব্যবস্থা করবে। তার এ কথা শুনে ম্যানেজার বেশ বিরক্তি বোধ করে এবং নিজেকে বেশ ভয় ভয় থাকে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
গ্রামের পরিচালক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় দুইজন মহিলা তাকে ডাকছিল। তার কাছে এসে বলছিল আমাদেরকে একটু চান্স দেওয়া যায় না তখন সে মনে করছিল মনে হয় সিনেমা নায়িকা বানানোর জন্যই তাকে চান্স বানানোর কথা বলছে তখন সে বলছিল যে না সেটা বুকিং হয়ে গেছে। এই সমস্ত কথা বলে যখন সে চলে আসছিল ঠিক তখন পেছনদিকে তাদেরকে আবার ডাকা হয়। তাদেরকে ঢাকার একটাই কারণ ছিল এই দুই মেয়ে তার চেহারার প্রশংসা করছিল অর্থাৎ বলেছিল এই গ্রামের মধ্যে সবথেকে সুন্দর মানুষ হল আপনি আর আপনি যদি নায়ক না হতে পারেন তাহলে কি হবে। এরপরে তাদেরকে একটু আশ্বাস দেয় যে পরবর্তীতে আমি যদি সিনেমা করি তাহলে তোমাদেরকে চান্স দিব।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এদিকে হোটেলে থাকা সেই মহিলাটির মালিকের বাগান বাড়িতে যায়। অবশ্য সে অল্প অল্প বুঝতে পারে এই বাগানের মালিক সে কিন্তু সে পুরোপুরি জানে না। সে তার কাছে গিয়ে মন খারাপ করে বসে থাকে তখন বাগানে মালিক তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। তখন সে তার অসুস্থ বোনের কথা বলে এবং দুঃখ প্রকাশ করে সে বলে আমার বোনকে আমি জানি বাঁচাতে পারব না তারপরও চেষ্টা করছি। এরপরে তাদের মধ্যে বেশ কিছু কথা বার্তা হয় পরিশেষে সে তাকে বলে যদি পারো শান্ত চাকরিটা তুমি ফিরিয়ে দিবে। এই কথা শোনার পরে বাগানের মালিক বেশ বিস্মিত হয়ে পড়ে মনে মনে ভাবে সে কি আমার পরিচয় জেনে গেছে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
শান্ত তার চাকরি হারিয়ে বসে আছে। এদিকে শান্তর কাছে যে লোকটি গেস্ট হিসেবে থাকতো সে আজকে চলে যাবে। সে বাইরে এসে দেখে শান্ত বসে আছে এর পাশে তার পাশে বসে এবং তার কাছে বেশ ক্ষমা চাই। সে বলে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে আমার জন্য তোমার চাকরিটা চলে গেল তখন শান্ত বলে আমার কপালে নাই তাই চলে গেছে কেন নিজেকে দোষারোপ করছেন। তবে আপনি প্রথম দিকে যখন ছিলেন বেশ বিরক্ত লাগছিল কিন্তু পরবর্তী তা সেটা আমার মনে হয়নি আর আজকে আপনি চলে যাচ্ছেন আমার বেশ খারাপ লাগছে। এদিকে সেও বলে আপনার চাকরিটা যে চলে গেল এই জন্য আমার বেশ খারাপ লেগেছে জানিনা আপনার চাকরিটা ফিরে দিতে পারব কিনা। তবে শেষ পর্যন্ত মনে হয় যে আমি পারবো না তবে এই নাটকের এখানে শেষ হয়ে যায় পরবর্তী পর্যায়ে আবার হাজির হবে।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
ভবঘুরে নাটকের এটি ২৪ তম পর্ব। এই নাটকটির অন্য পর্ব থেকে এ পর্বটি আমার কাছে বেশ ভালো লেগেছে। পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা অন্যায় করে এবং সেই অন্যায় অন্যের উপরে চেপে দেয় । নাটকের সব সময় বাস্তবতা তুলে ধরে এ নাটকের এই পর্বটি ঠিক তেমনি কিছু বাস্তব বিষয়গুলো তুলে ধরেছে। আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৫ দিবো।

Loading iframe

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy