New to Nutbox?

রিচার্জেবল ফ্যান কেনার অনুভূতি

27 comments

tithyrani
66
16 days ago3 min read

|| আজ ২ মে,২০২৪ || রোজ: বৃহস্পতিবার ||

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। এমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে এমন গরমের মাঝেও ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও বৃষ্টি হবার সম্ভাবনা আছে, তাই সকলের মনে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। ঢাকায় আজ এখনো বৃষ্টি হয় নি তবে ঢাকাবাসী আশাবাদী। যাই হোক, আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবারসহ বেশ ভালোই আছি। আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আশা করবো আজকের পোষ্ট ভালো লাগবে।


বর্তমান পরিস্থিতির কাছে আসলে সকলেই অনেকটাই অসহায়। প্রকৃতির এমন ভয়াবহ রূপ দেখে অনেকেই দিশেহারা। দীর্ঘদিন ধরে সমানে হীট এলার্ট চলমান রয়েছে। অনেকেই এমন গরমে বিভিন্ন ভাবে অসুস্থ হয়ে পড়ছেন। যদিও যথেষ্ট পরিমাণ বিশুদ্ধ পানি, লিকুইড খাওয়া হচ্ছে, তবুও শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেকেরই। সবকিছুর কিন্তু হচ্ছে অতিরিক্ত গরমের জন্য।


এমনতেই অতিরিক্ত গরম, তারউপর দিন-রাত জুড়ে সময়ে অসময়ে লোডশেডিং ও সমান তালে চলছে। এমনকি, ১লা মে, সরকারি ছুটির দিন, তারপরেও সকাল সকাল ই বেশ কয়েকবার লোডশেডিং হয়েছে৷ এমনকি ঘুমও ভেঙেছে গরমে ঘেমে গিয়ে! এ অবস্থায় তো থাকা সম্ভব না। তাই এবারে অবশেষে একটু ভালো থাকার জন্য রিচার্জেবল ফ্যান কিনতেই হলো। আপনারা অনেকেই জানেন, আমাদের বাজারের অবস্থা! যখন ই চাহিদা বেড়ে যায়, তখন ই সাথে সাথে দামও উর্ধ গতিতে বাড়তেই থাকে। বাজারে সংকট তৈরি হতে সময়ও লাগে না। ফলাফল- লিখত মূল্য বা নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে বাধ্য করা হয় কাস্টমারদের।


যাই হোক, এলাকার বেস্ট বাই এর দোকানে বেশ এক সপ্তাহ আগেই খোঁজা হচ্ছিলো, কিন্তু ওদের স্টক শেষ হয়ে গিয়েছিলো। লোকাল দোকান গুলো চাইনিজ রিচার্জেবল ফ্যান গুলো দিয়ে ভরা ছিলো, তবে সেগুলো কেনার সাহস পাচ্ছিলো না আমার হাসবেন্ড। তাই বাধ্য হয়ে পাশের এলাকার বেস্ট বাই এর দোকান এ গিয়ে দেশীয় পণ্য ওয়ালটন এর রিচার্জেবল ফ্যান কিনে নিয়েছেন। এই সেম মডেলের ফ্যানটি অবশ্য আগের বছর আমাদের শ্বশুড়বাড়িতে কেনা হয়েছিলো। তাও এই ফ্যানটির পারফরম্যান্স সম্পর্কে জানা আছে। তাই নিশ্চিন্তেই নিজেদের জন্যও এই মডেলের ফ্যানটাই নিয়ে নিলাম অবশেষে। এই ফ্যানটি ফুল চার্জ থাকলে টানা সাড়ে তিন ঘন্টা ব্যাক আপ দিতে পারে। তবে ঢাকায় কারেন্ট গেলেও এতক্ষণ লাগবে না আমাদের ব্যাক আপ। কারণ এক ঘন্টার মাঝেই চলে আসে আবার। তবে ওই যে বললাম, গরমের যে বিচ্ছিরি অবস্থা, ১০ মিনিট কারেন্ট না থাকলেই অবস্থা খারাপ হয়ে যায় এখন।


প্রকৃতির প্রতি যে অন্যায় আর অবিচার আমরা করে আসছি বহুযুগ থেকেই, তারই হয়তো এখন প্রতিশোধ নেয়া শুরু করছে। এখনও সময় আছে, আমরা এর থেকে শিক্ষা নিয়ে প্রকৃতির যত্ন নেই নিজ নিজ জায়গা থেকে, তবে হয়তো ভবিষ্যতে আবারো আগের রুপ ফিরে পাবো, সেই প্রার্থনা করি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Comments

Sort byBest