বদলে যাওয়ার গল্প ( দ্বিতীয় পর্ব)

thinking.element -

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


শাওন এসব দিকে মনোযোগ না দিয়ে বাড়িতে চলে এলো। কলেজে যাওয়া প্রাইভেট পড়া এগুলো নিয়েই শাওনের দিনকাল কেটে যাচ্ছিলো। তবে এর ভেতরে একদিন হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো। যেটা শাওনের জীবনের মোড় পাল্টে দিলো। কলেজ শেষ করে যখন শাওন বাড়িতে ফিরছিলো। তখন হঠাৎ করে দেখতে পেলো ৩-৪ টা ছেলে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছে। মেয়েটা চিৎকার করে আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাইছে। কিন্তু সেই বখাটে ছেলেগুলোর ভয়ে কেউ আগাতে সাহস পাচ্ছিলো না। তখন শাওন সেখানে এগিয়ে গিয়ে বখাটেদের হাত থেকে মেয়েটাকে উদ্ধার করলো।

তারপর সে তাদেরকে এই বলে শাসালো যে আর যদি কখনো কোন মেয়ের সাথে এমন করে। তাহলে তাদেরকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেবে। শাওনের এই কথা শুনে বখাটে গুলো শাওনের দিকে হিংস্র ভাবে তাকিয়ে রইলো। যাওয়ার সময় তারা বলে গেলো এর ফল ভালো হবে না। শাওনকে এর জন্য চরম মূল্য দিতে হবে। বখাটেদের অবস্থা দেখে শাওনের কিছুটা ভয় করতে লাগলো। পরবর্তীতে সে চিন্তা করল যা হবে দেখা যাবে। তখন শাওন মেয়েটাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে এলো।

শাওন মেয়েটাকে পৌঁছে দিতে তাদের বাড়ি গেলে মেয়েটার বাবা মা শাওনকে না খাইয়ে কিছুতেই ছাড়লো না।তারা শাওনকে জানালো দীর্ঘদিন ধরে তারা এই এলাকাতে রয়েছে। তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে আর এখানে থাকা সম্ভব না। তারা দ্রুত এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কথাগুলো শুনে শাওনের খুব খারাপ লাগলো। শাওন সেদিনের মতো ওই বাড়ি থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে এলো। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ