New to Nutbox?

বন উজাড়

2 comments

thinking.element
75
4 months agoSteemit2 min read
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার পেপার পত্রিকা বেশ ভালো রকমের ই পড়া হয়। কারণ আসলে পেপার পত্রিকা পড়লে দেশের আনাচে-কানাচের বিভিন্ন খোঁজখবর জানা যায়। ঠিক তেমন ই একদিন আমি পেপার পড়ছিলাম। তো পেপারে বেশ ইন্টারেস্টিং একটি নিউজ দেখলাম। নিউজটি হলো দুটো হাতি লোকালয়ে চলে এসেছে চট্টগ্রামে এবং ইতিমধ্যেই দুটো মানুষকে খুন করে ফেলেছে এবং তাদের তান্ডবের জন্য পুরো গ্রামবাসী অস্থির হয়ে পরেছে। তাই তারা অনুরোধ করছে বন বিভাগের মানুষজন যেনো দ্রুত কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে। কারণ আসলে হাতির গায়ে তো অনেক শক্তি থাকে। তাই তারা মুহুর্তের মধ্যেই সবকিছু লন্ডভন্ড করে দিতে পারে এবং তারা সেটা করছিলো ও।

এখন আমি যদি আমার নিজের মনের কথাগুলো বলি। তাহলে আসলে এই বনের প্রাণীরা আজকাল একটু বেশি লোকালয়ে চলে আসছে। এবং এটার একমাত্র কারণ হচ্ছে আমরা নিজেদের স্বার্থের জন্য, আমরা নিজেদের বাসস্থান আরো বৃদ্ধি করার জন্য , আমরা নিজেদের টাকার পরিমান আরো বৃদ্ধি করার জন্য বন উজাড় করে ফেলছি এবং বন উজাড় করে সেখানে বড় বড় দালান কোঠা তৈরি করছি। এখন ভাবুন যে আমরা যদি এই প্রাণীগুলোর জায়গায় নিজেদের বাসস্থান গড়ে তুলি। তাহলে তারা কোথায় যাবে?

একটা কথা রয়েছে যে, বন্যেরা বনে সুন্দর। সত্যিই কিন্তু বন্যেরা বনে ই সুন্দর। কারণ বন্যের প্রাণীগুলো যদি লোকালয়ে চলে আসে। তাহলে তারা মানুষজনকে দেখে স্বাভাবিকভাবেই অতিমাত্রায় হিংস্র হয়ে উঠবে এবং এই যে এখন এই দুটো হাতি হিংস্র হয়ে যাওয়াতেই কিন্তু মানুষ মেরে ফেলছে। এমনকি তারা দুটি এলাকায় অনেক ঘরবাড়ি ভেঙে আরও একটি এলাকার দিকে যাচ্ছিলো এবং তখনই মোটামুটি নিউজটা করা হয়েছিলো।তাহলে চিন্তা করুন যে, আমরা কিন্তু নিজেদের ভালো করতে গিয়ে নিজেদের খারাপটাই করছি। কিন্তু সেটা আমরা বুঝতে পারি না কখনো।

Comments

Sort byBest