New to Nutbox?

এক তরুণ উদ্যোক্তার সংগ্রামী জীবনের গল্প (দ্বিতীয় পর্ব)

1 comment

thinking.element
76
5 days agoSteemit2 min read

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


প্রথম কয়েক মাসে তারা ভালই বিক্রি করতে সক্ষম হয়। কিন্তু সমস্যা দেখা দিলো যখন ডেলিভারি ও কাস্টমার সার্ভিস নিয়ে অভিযোগ বাড়তে লাগল। ধীরে ধীরে তারা বুঝতে পারলো শুধু পণ্য বিক্রি করাই যথেষ্ট নয়। এর সঙ্গে গ্রাহকসেবা ও ব্যবসা পরিচালনার দক্ষতাও প্রয়োজন। প্রচুর অভিযোগের কারনে তাদের প্রথমবারের মতো তাদের উদ্যোগটি ব্যর্থ হলো। তারা প্রচুর অর্থ ক্ষতির সম্মুখীন হোলো। কিন্তু তানিম হাল ছাড়লো না। ব্যর্থতার পরও তার বিশ্বাস ছিল যে সঠিক পদ্ধতি অবলম্বন করলে সব কিছু জেনে বুঝে ব্যবসা করতে পারলে সে সফল হতে পারবে।

1000002244.png

তানিমের মনে হলো যে, তার ব্যর্থতার কারণগুলো বুঝতে হলে আরও দক্ষতা অর্জন করতে হবে। সে অনলাইন কোর্স করা শুরু করলো—ব্যবসা ব্যবস্থাপনা, মার্কেটিং, এবং প্রযুক্তি নিয়ে। তারপর সে একটা ব্যবসা প্রতিষ্ঠানে নাম মাত্র বেতনে কয়েক মাস কাজ করে। এরপর সে নিজেকে আরও প্রস্তুত মনে করলো। এই সময়ে, বাংলাদেশে ই-কমার্স ব্যবসা দ্রুত বৃদ্ধি পাচ্ছিলো। তানিম এই সুযোগটি কাজে লাগাতে চাইলো। সে একাই এবার নিজের একটি ই-কমার্স সাইট চালু করার সিদ্ধান্ত নিলো।

তার ব্যবসার আইডিয়া ছিল স্থানীয় কুটির শিল্পের পণ্যগুলো অনলাইনে বিক্রি করা। সে সরাসরি গ্রামের হস্তশিল্পীদের সঙ্গে চুক্তি করে তাদের পণ্য সংগ্রহ করতো এবং অনলাইনে বিক্রি করতো। শুরুতে তার চ্যালেঞ্জ ছিল প্রায় সব কিছু। পুঁজি ছিল সীমিত, তাই সে নিজেই প্যাকেজিং, ডেলিভারি, ওয়েবসাইট পরিচালনা, সবকিছু করতো। তাই তাকে প্রচুর সময় ও শ্রম বিনিয়োগ করতে হয়েছিলো। সে প্রথম কয়েক মাসে খুবই কম অর্ডার পেতো। কিন্তু সে হাল ছাড়েনা। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Comments

Sort byBest