প্রতারনার শিকার হয়ে প্রবাসীর জীবন অবসান ( প্রথম পর্ব)
1 comment
শাওন দ্রুত হেঁটে বাড়ি থেকে বের হয়ে গেলো। পিছন থেকে তার মা তাকে ডাকতে লাগলো। কিন্তু শাওন সেই ডাক উপেক্ষা করে চলে গেলো। গত কয়েকদিন ধরেই তার বড় ভাইয়ের সাথে ঝামেলা চলছে। শাওনের বাবা মারা গিয়েছে কয়েক মাস আগে। মূলত ঝামেলার শুরু তারপর থেকেই। বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত দুই ভাইয়ের ভেতরে বেশ ভালো সম্পর্ক ছিলো। কিন্তু বাবার মারা যাওয়ার পরে বড় ভাইয়ের ব্যবহারের ভেতর শাওন অনেক পরিবর্তন দেখতে পায়। তার ভাই তাকে তার সাথে ক্ষেতে কাজ করতে বলে।
কিন্তু শাওনের সেটা একেবারেই পছন্দ না। সে চায় অন্য কোনো কাজ করতে। তার বড় ভাই সুযোগ পেলেই তাকে নানা রকম কথা শোনাতে থাকে। সেই সাথে তার ভাবিও যোগ দেয়। শাওন এখন দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে বাইরে কাটায়। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়। তার একেবারেই বাড়ি ফিরতে ইচ্ছা করে না। তবে বন্ধুরা যখন সবাই যার যার বাড়িতে চলে যায় তখন শাওন পুরোপুরি একা হয়ে যায়। ইদানিং সে বাড়িতে খাওয়া-দাওয়া ও ঠিকঠাক মত করে না।
একদিন খেতে বসার সময় তার বড় ভাই এবং ভাবি তাকে বেশ কিছু কথা বলেছে। তারপর থেকে শাওন বাড়িতে খাওয়া দাওয়া করা অনেকটা কমিয়ে দিয়েছে। শাওন ঠিক করেছে সে তার মাকে বলবে তার জমিজমা আলাদা করে দেওয়ার জন্য। শাওন সেই জমি বিক্রি করে বিদেশে চলে যাবে। তার বন্ধুবান্ধব কয়েকজন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে গিয়ে চাকরি-বাকরি করছে। লোক মারফত সে শুনতে পেয়েছে তারা বেশ ভালো আছে। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Comments