লিংক
আসলে আমাদের প্রতিদিনকার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমরা কখনোই ভুলে থাকতে পারি না। আসলে সেসব ঘটনা গুলোর প্রতিবাদ আমরা যদি না করি তাহলে পরবর্তীতে এই ধরনের সমস্যা আরো অনেক বেশি বড় আকার ধারণ করবে। কেননা প্রতিনিয়ত আমাদের দেশে যেসব অরাজকতা চলছে এসব অরাজকতার বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ গড়ে তুলি তাহলে মানুষগুলো সেই অরাজগতা থেকে সব সময় বাইরে বেরিয়ে আসবে। আসলে আজকে আমি একটা অন্য বিষয়ে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। বিষয়টি হয়েছে যেহেতু আমি কাজের জন্য প্রতিনিয়ত বাইরে বের হই তাই আমি বাইরের বিভিন্ন জিনিস সম্পর্কে মোটামুটি ধারণা রেখে থাকি। যেহেতু ছুটির দিনগুলোতে চেষ্টা করি যে বিভিন্ন কাজগুলো সমাধান করার জন্য। কারণ সপ্তাহে তো বেশি ছুটি পাওয়া যায় না।
আসলে এখানে আমি আজকে এমন একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ঘটনাটার সাথে আপনারা হয়তো প্রতিদিন সম্মুখীন হয়ে থাকেন। আসলে আমাকে একটা কাজের জন্য একটু অন্য জায়গায় যেতে হয়েছিল। আর আমি এই বৃষ্টির মধ্যে চাইছিলাম না যে বাইকে করে বাইরে বের হবো। আর এর জন্য যেহেতু জায়গাটি আমাদের পাশেই ছিল তাই আমি বাসে করে সে জায়গাটিতে যাওয়ার জন্য উদ্যোগ নিলাম। তাই সকাল সকাল খাবার খেয়ে আমি আমার সেই কাজটি করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম। যেহেতু বাসে করে যাব তাই আমাকে রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। কেননা প্রতিদিনকার মত ছুটির দিনগুলোতে রাস্তায় বাসের সংখ্যা কম থাকে। আর বাসগুলো টাইম অনুযায়ী কখনোই আসে না।
প্রায় আধঘন্টা অপেক্ষা করার পর আমার গন্তব্য স্থানে বাসটি চলে এলো। আমি তাই দ্রুত বাসে উঠে প্রথমে বসার জন্য একটা জায়গা খুঁজতে লাগলাম। যেহেতু ছুটির দিনগুলোতে বাস অনেক কম চলে তাই প্রায় বাসে পুরো ভর্তি লোক ছিল। তাই আমি বাসের ভিতর একটা নিরিবিলি জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে রইলাম। আসলে যেহেতু আমার সেই গন্তব্যস্থানে যেতে বেশি সময় লাগবে না তাই আমার পকেট থেকে সেই গন্তব্য স্থানে যাওয়ার ভাড়াটি বের করে বাস কন্ট্রাক্টরটিকে দিলাম। আসলে উনি আমার দেওয়া টাকাটি রেখে পুনরায় আমার কাছে আবার টাকা চাইলেন। যেহেতু আমার প্রায়ই কাজের জন্য ওই জায়গাটিতে যেতে হয় তাই আমি বাসের ভাড়া কত তা জানি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে বাসের ভাড়া কত। তখন উনি আমাকে আমার দেওয়া টাকার থেকে আরও পাঁচ টাকা বেশি চাইলেন।
আসলে তখন আমি ওনাকে বললাম যে আমি এর আগের দিনও গেছি এই একই ভাড়াতে কিন্তু আজকে হঠাৎ করে ৫ টাকা কেন বেড়ে গেল। তখন উনি আমাকে বললেন যে এই ভাড়া অনেক আগে বন্ধ হয়ে গেছে এবং নতুন ভাড়া চালু হয়েছে। কিন্তু যেহেতু সত্যিই আমি কিছুদিন আগে গিয়েছিলাম এবং এই আমার দেওয়া ভাড়াটি দিয়েছিলাম। তাই আমি ওনাকে পুরো ঘটনাটি যখন বললাম তখন উনি আমার কোন কথা না শুনেই আমাকে অতিরিক্ত ভাড়া দেওয়ার জন্য জোর করতে লাগলেন। আসলে তখন আমি আমার মেজাজ আর ধরে রাখতে পারলাম না। উনি যেমন আমার সাথে উঁচু গলায় কথা বলছেন তেমনি আমিও দ্বিগুণ উঁচু গলাতে উনাকে যখন প্রতিবাদ করলাম তখন উনি কিছুটা থেমে গেলেন। আর পাশ থেকে কয়েকজন লোক আমাকে বললেন যে ওরা এইরকম প্রতিদিন বিভিন্ন ধরনের ভাড়া নিয়ে ঝামেলা করে। যেহেতু আমি আমার কতগুলো সাপোর্টার পেয়ে গেলাম তাই আমি সেই ন্যায্য মূল্যের ভাড়াটি দিয়ে বাকি ভাড়া দিতে অস্বীকার করলাম। আর কিছুক্ষণ পর সেই কন্ট্রাক্টরটি আমার কাছ থেকে আর অতিরিক্ত ভাড়া না নিয়ে চলে গেলেন। আসলে এভাবে যদি আমরা সবাই মিলে প্রতিবাদ করি তাহলে এইসব অসাধু ব্যক্তিরা কখনো আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আর আদায় করতে পারবে না। তাই সবাই মিলে আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করব।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।