আকাশের স্বপ্ন পূরণ ( অষ্টম পর্ব)

thinking.element -

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আবার পরক্ষণে তার ভয়ও হতে লাগলো। আকাশ চিন্তা করতে লাগলো এত সহজেই কি চাকরি পাওয়া যায়? লোকটা তার সাথে মজা করছে না তো? তাই আকাশ সিদ্ধান্ত নিল পরদিন সকালে অফিসে আসার আগ পর্যন্ত কারো সাথে এই বিষয়ে কোনো কথা বলবেনা। যথারীতি পরদিন সকালে আকাশ নটার বেশ কিছুক্ষণ আগেই সেই অফিসে পৌঁছে গেলো। অফিসের সব স্টাফরা তখনো আসেনি। কিছুখন পর সবাই অফিসে ঢুকতে লাগলো। এর ভেতরে সেই লোকটাও অফিসে ঢুকতে গিয়ে আকাশকে রিসেপশন এর পাশের সোফায় বসে থাকতে দেখতে পেলেন।

তিনি ঘড়ি দেখে আকাশের দিকে তাকিয়ে বললেন ভেরি গুড। আমি পাংচুয়াল লোকদেরকে পছন্দ করি। তারপর তিনি আকাশকে বললেন তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আমার ম্যানেজার এসে তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে। এই কথা বলার ৫ মিনিটের ভেতরেই সেখানে একজন লোক চলে এলো। তিনি এসে আকাশকে পরিচয় দিলেন তিনি এই অফিসের ম্যানেজার। তিনি আকাশকে বললেন আপনি আমার সাথে আসুন। আকাশ তার পিছু পিছু গিয়ে তার রুমে গিয়ে বসলো। তারপর তিনি আকাশের হাতে একটা এপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিলেন।

তারপর তিনি বললেন আগামীকাল থেকে আপনার অফিস শুরু হবে। আপনি একবার অ্যাপয়েন্টমেন্ট লেটার চেক করে দেখুন। যদি কোন কিছু নিয়ে আপনার প্রশ্ন থাকে। আমাকে প্রশ্ন করতে পারেন। আকাশ প্রথমে চিন্তা করেছিলো অফিসের বাইরে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার টা খুলবে। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ