আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু ফুল ও গাছগাছালির ছবি শেয়ার করতে এসেছি । ফুল এবং সবুজ প্রকৃতি দেখতে আমার কাছে সবসময় ভালো লাগে । আর ফুলের কাছে গেলে মনে হয় অন্যরকম একটা অনুভূতি কাজ করে । আবার সবুজ প্রকৃতির মধ্যে সবসময় হারিয়ে যেতে ইচ্ছা করে । আমরা যারা ঢাকা শহরে বাস করি তারা তো সবুজ প্রকৃতি থেকে সব সময় বিচ্ছিন্ন হয়ে থাকে । এজন্য যখনই ফরিদপুরে যাই সবুজের মাঝে যাওয়ার চেষ্টা করি ।আর ফরিদপুরে গেলেও সেরকম একটা সবুজ খোলামেলা জায়গা পাওয়া যায় না । আমরা ফরিদপুর শহরে বসবাস করি আর আমাদের বাসা থেকে গ্রাম অনেক দূরে । সে জন্য আশেপাশে যতটুকু সবুজ আছে সেটুকু নিয়েই আমরা থাকি । যদি কখনো সময় সুযোগ হয় নানাবাড়ি কিংবা দাদা বাড়িতে গিয়ে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারি । তারপরে অনেকদিন হলো যাওয়া হয়ে ওঠেনা । আর আজকে আমি যে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো বাসায় আশেপাশের ও ছাদের থেকে তোলা কিছু ছবি ।
এবার বাসায় গিয়ে ছাদে তো তেমন একটা যাওয়াই হয়নি । সবাই মিলে ঘরের ভিতর আড্ডা দিতে দিতে সময়টা কোথা দিয়ে পার হয়ে গিয়েছে বুঝতেই পারলাম না । তারপরও হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে বিকেল বেলা ছাদে যাওয়া হয়েছিল । একদিন গিয়ে দেখি কালো মেঘে আকাশ ছেয়ে গেছে দেখতে কিন্তু ভালই লাগছে । এই রোদ আবার একটু পরে এই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে । সেই ফাঁকে আমি কয়েকটা মেঘ ও সবুজ গাছপালার ছবি একসাথে তুলে নিয়েছি । দূরে গাছ পালার মাঝ দিয়ে ফাঁকা সবুজ মাঠ দেখা যাচ্ছে সেটাও দেখতে কিন্তু ভালই লাগছিল ।
একদিন বিকেল বেলা বাসা থেকে বের হয়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে দেখতে পেলাম একটি বাড়ির সামনে এরকম কিছু হলুদ ফুল ফুটে রয়েছে এবং গেটের ভেতরে গাছটা লাগানো রয়েছে । তবে গাছটা এতটাই বড় হয়ে গিয়েছে গেটের বাইরে চলে এসেছে এবং গাছ ভর্তি হলুদ কালারের ফুল দিয়ে ভরে রয়েছে দেখতে কিন্তু ভালই লাগছে । অনেক উপরে গিয়েছে গাছটা অনেক বড় ছিল জুম করে আমি একটা ছবি তুলে নিয়েছি । আর নিচে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি জামরুল হয়েছে আর ছবিটা আর এক বাসার ভেতর থেকে তোলা হয়েছে । ছোট ছোট জামরুল গুলো এখনো খাওয়ার উপযুক্ত হয়নি গাছ ভরে রয়েছে ভালই লাগলো দেখতে ।
এখানে আরো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ।এগুলো অনেক সুন্দর সুন্দর কিছু ফুল এটা আরেক বাড়ির গেটের বাইরে থেকে তোলা হয়েছে । ওরা গাছগুলো এমন সুন্দরভাবে লাগিয়ে রেখেছে ভেতর থেকে গাছগুলো বড় হয়ে উপর দিয়ে উঠে গিয়েছে এবং গাছ ভর্তি সবসময় দেখি ফুল ফুটে থাকে বিভিন্ন কালারের ফুল দেখতে সত্যিই অনেক সুন্দর । বাসার সামনে এরকম যদি ফুলের বাগান থাকে এবং ফুল দিয়ে ভরা থাকে তাহলে বাসার সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায় এবং দেখতেও খুব ভালো লাগে । আবার রাস্তার ধারে কিছু জংলী ফুল দেখতে পারলাম মাঠের পাশে এরকম ছোট ছোট সাদা ফুল ফুটে রয়েছে । আজকাল জংলি ফুল গুলো দেখতে কিন্তু ভালই লাগে ।
ওই ফুলের আরো কয়েকটি সুন্দর সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম । আসলে ফুল গাছ দেখলে শুধু ছবি তুলতে ইচ্ছা করে ইচ্ছা মতো ছবি তোলা হয়ে থাকে এবং সেখান থেকে বাছাই করে সুন্দর সুন্দর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।