একটি থ্রি ডি আর্ট

tauhida -

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে অনেকদিন পরে একটি থ্রিডি আর্ট নিয়ে উপস্থিত হয়েছি । থ্রিডিআর্ট গুলো আগা গোড়াই করতে আমার কাছে খুব ভালো লাগে । এই আর্ট করা মোটামুটি সহজ আছে তবে ছবি তুলতে গেলে একেবারে মাথাটা খারাপ হয়ে যায় । আজকে অনেকদিন পরে আর্টটি করেছি এই কারণে ছবি তুলতে একেবারেই পারছিলাম না অনেক কষ্ট করে শেষ পর্যন্ত ছবিটা তুলতে পেরেছি । প্রথমে কিছু ছবি তুলেছি সেটা কিছুতে থ্রিডি আর্ট মনে হচ্ছিল না তারপরে আবার অনেক চেষ্টা করে ঘুরিয়ে ঘুরিয়ে আর্টটি কে থ্রিডি করার চেষ্টা করেছি । পরে কিছুটা হলে থ্রিডি ভাবটা আনতে পেরেছি । আর এই আর্টটি শেষ করতে আমার ছেলে আমাকে সাহায্য করেছে । পাশের যে কালো অংশটুকু রয়েছে সেই রংটুকু আমার ছেলে করে দিয়েছে । কারণ আমি কাজ করার সময় ওকে যদি একটু করতে দেই ও খুব খুশি হয় জোর করে হলেও সে করার চেষ্টা করে । এজন্য মাঝে মাঝে আমি ওকে দেই । আর চিন্তা করি আল্লাহ যদি নষ্ট করে ফেলে তাহলে তো আবার নতুন করে করতে হবে । তারপরও সুন্দরভাবে করতে পেরেছে ।

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
পেন্সিল
ইরেজার
স্কেল
কালো পেন্সিল
রং পেন্সিল

কার্যপ্রণালী


প্রথমে a4 সাইজের একটি সাদা কাগজ নিয়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়েছি । তারপর ৫ সেন্টিমিটার মাপ নিয়ে বাঁকা করে দুটো দাগ দিয়েছি । তারপর দাগ দুটো একটার সাথে আরেকটা মিলিয়ে দিয়েছি ও মাথার দিকে একটু গোল করে দিয়েছি নিচের দিকেও গোল করে মিলিয়ে দিয়েছি । এরপর চিকন করে নিচের দিকে ছোট ছোট দাগ দিয়ে নিয়েছি ।


এরপর ওই দাগের থেকে নিচের দিকে বাঁকা করে আরো একটি দাগ দিয়ে নিয়েছি । নিচের দিকে একটি ঘর এঁকে নিয়েছি । এই ঘরটি আমি নয় সেন্টিমিটার ও নিচের দিকে ছয় সেন্টিমিটার করে মেপে নিয়েছি । এরপর তার নিচের দিকে ছোট আরও একটি ঘর এঁকে নিয়েছি চার সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার মাপ দিয়ে । তারপর কোনার থেকে আরেকটি দাগ দিয়ে দাগের সাথে মিলিয়ে দিয়েছি । উপরে যে প্রথমে দুটো পাঁচ সেন্টিমিটার দাগ দিয়েছিলাম সেটা বাদামি কালারের রং দিয়ে রং করতে শুরু করেছি ।


এরপর বাদামি কালারের সাথে একটু কালো রং মিশিয়ে রং করে দিয়েছি । তারপর নিচের দিকে একটু শেডের মতো করে কালো রং করে দিয়েছি । তারপর ছোট ছোট কিছু কালো দাগ দিয়ে দিয়েছি । এরপর মুখের অংশটুকু কালো রং দিয়ে রং করে দিয়েছি । এরপর নিচের কোনার অংশটুকু কালো রং দিয়ে রং করে নিয়েছি । এই অংশটুকু আমার ছেলের রং করেছে । উপরের দিকে পেন্সিল দিয়ে হালকা হালকা করে দাগিয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছে দাগগুলোকে মিশিয়ে নিয়েছি ।


এরপর পাশ দিয়ে কালো রঙের বর্ডার দিয়ে দিয়েছি এবং মাঝে পানি পড়ার জায়গাটুকু কিছু না করে খালি রেখেছি । এরপর নিচে বাট টাবের ভেতরে নীল কালারের রং দিয়ে রং করে দিয়েছি এবং উপর থেকে যে পানির অংশটা পড়ছে সেটাও ব্লু কালারের রং দিযয়ে রং করে দিয়েছি । নিচেরটুকু ব্লু কালার রং দিয়ে দিয়েছি । এরপর কালোর ভিতর হালকা হালকা করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে তারপর টিস্যু দিয়ে মুছে মিশিয়ে নিয়েছি । এরপর আঁকাটা সম্পূর্ণ হয়ে গেলে বিভিন্ন সাইড থেকে ছবি তুলে একটি থ্রিডি ভাব আনার চেষ্টা করেছি ।এভাবেই আমার বাথটাবের ভেতরে পানি পড়ার থ্রিডি আর্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে ।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

@tauhida

*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy