আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে বিভিন্ন কালার পেন দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছি । আর্টটি করার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে । যদিও অতটা নিখুঁতভাবে করতে পারিনি তারপরও চেষ্টা করেছি আর্টটি কে ফুটিয়ে তোলার জন্য । এভাবে বিভিন্নভাবে কালার সাইনপেন দিয়ে আর্ট গুলো করলে আর্ট সবসময় ফুটে উঠে । আর সব ধরনের আর্ট করতে আমার কাছে ভালো লাগে । এজন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি । সবচেয়ে বেশি ভালো লাগে জল রং দিয়ে প্রকৃতির সুন্দর সুন্দর ছবি আঁকতে । তবে সে ধরনের আর্ট গুলো করতে অনেক বেশি আয়োজন করে বসতে হয় তাই খুব একটা করা হয় না । এ ধরনের আর্টগুলো ঝটপট করে ফেলা যায় তাই মাঝে মাঝে এই ঝটপট আর্টও আপনাদের সাথে শেয়ার করি । আশা করছি আপনাদের কাছে ভালই লাগে ।
তারপর বৃত্তের ভিতরে পাঁচটা পাতা এঁকে নিয়েছি । এভাবে বৃত্তটা এঁকে নিলে পাতাগুলো সমান হয় তা না হলে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।
তারপর পাতাগুলোর একেকটা আমি এক এক কালারের সাইন পেন দিয়ে এঁকে নিয়েছি ।
এরপর প্রত্যেকটা পাতার মাঝখানে ছোট ছোট করে কিছু দাগ দিয়ে নিয়েছি ।
এরপর উল্টা পাশ থেকে একই রকম ভাবে দাগ দিয়ে নিয়েছি । এগুলো ঠিক পাতা না তবে কিছুটা পাতার সাথে মিল রেখেই দাগগুলো দেওয়া হয়েছে । আর যে যে কালারের পাশে দিয়েছি ঠিক সেই কালার দিয়েই দাগগুলো দিয়েছি ।
এরপর বড় পাঁপড়ির ভিতরে ডিজাইনগুলো করতে শুরু করেছি এবং একই রকম ভাবে সবগুলো পাঁপড়ির ভিতরে ডিজাইন করে দিয়েছি এবং ডিজাইন করার পরে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো সাইনপেন দিয়ে দাগিয়ে ভরে দিয়েছি এবং প্রত্যেকটা কালার মিল রেখে ডিজাইনগুলো করেছি ।
এরপর ডিজাইন করার পরে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলোর ভিতরে সাইন পেন দিয়ে দাগিয়ে একটু ভরে দিয়েছি । আমি বাইরের পাতাগুলোর ভিতর দাগিয়ে দিয়ে ভরে দিয়েছি এবং সবগুলো ফাঁকা জায়গাগুলো সাইন পেন দিয়ে দাগিয়ে ভরে দিয়েছি ।
এরপর আঁকা সম্পূর্ণ হয়ে গিয়েছে কয়েকটা ছবি ছবি তুলে নিয়ে আবার নাম লিখে নিয়েছি । তারপর নাম লেখার পরেও আবার ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।