New to Nutbox?

DIY || এসো নিজে করি || 🌼🌼🌼 ডেইজি ফুলের পেইন্টিং 🌼🌼🌼১০% @shy-fox

43 comments

tasonya
77
2 years agoSteemit4 min read

1638421712899.jpg

পেইন্টিং


হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজ আপনাদের সামনে এলাম নতুন একটি প্রিন্টার নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডেইজি ফুলের পেইন্টিং। ডেইজি ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই পেইন্টিং করার চেষ্টা করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1638426707544.PNG

পেইন্টিং


🎨 আঁকার উপকরণ 🎨

• ক্যানভাস বোর্ড
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
• মাস্কিং টেপ

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা ক্যানভাস বোর্ড নিলাম। এরপর বোর্ডটি একটা টেবিলের ওপর মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে নিলাম। এরপর সবুজ কালার সাথে নীল রং মিশিয়ে একটা কালার তৈরি করে নিলাম। এরপর ওই কালার দিয়ে রং করা শুরু করি।


ধাপ ২ :

এরপরে একটু একটু করে পুরো বোর্ডের মধ্যে রং করতে থাকি। আস্তে আস্তে পুরো রং করা শেষ করলাম। পুরো বোর্ডের মধ্যে একটা কালার রং করলাম।


ধাপ ৩ :

এরপর টিয়া কালারের সাথে হলুদ কালার মিশিয়ে নিলাম। এর পরেই কালার থেকে রং নিয়ে এর উপরে চিকন করে গাছের লতা আঁকা শুরু করি।এভাবেই একটু একটু করে পুরো বোর্ডের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গাছের ডালপালা এঁকে দিলাম।


ধাপ ৪ :

এরপরে একটা একটা করে লতার মধ্যে চিকন চিকন করে পাতা আকা শুরু করলাম।এখানে পাতা হবে, এজন্য একটা একটা করে ডালে পাতা এঁকে নিতে লাগলাম।

ধাপ ৫ :


এভাবে একটা একটা ডালে পাতা আঁকতে আঁকতে পুরো ডালপালাগুলো থেকে পাতা এঁকে নিলাম।আমি অনেকটা সময় নিয়ে পাতা এঁকে নিলাম।



ধাপ ৬ :

এরপরে টিয়া কালারের সাথে সাদা রং মিশিয়ে পুরা ডালপালা এবং পাতার উপরে একটু একটু করে হাইলাইট করে দিলাম। যেন দেখতে সৌন্দর্য বৃদ্ধি পায়।


ধাপ ৭ :

এরপর সাদা রং দিয়ে ডালপালা গুলোর মধ্যে মধ্যে ছোট বড় করে গোল গোল বৃত্ত এঁকে নিলাম। বৃত্ত গুলোর মাঝখানের অংশ খালি থাকবে। এভাবে আমি অনেকগুলো বৃত্ত এঁকে নিলাম।


ধাপ ৮ :

এরপরে সাদা রং দিয়ে একটু একটু করে মৃত গুলোর মধ্যে ফুলের পাতা আঁকতে শুরু করি। এভাবে আঁকতে আঁকতে আমি দুই-তিনটা ফুল এঁকে নিলাম।


ধাপ ৯ :

এভাবে আমি চিকন চিকন করে পাতা ফুল গোল করে এঁকে নিলাম। এভাবে আমি পুরো ফুলগুলো আঁকা শেষ করলাম।


ধাপ ১০ :

এরপরে কাঁঠালি কালার দিয়ে ফুলের মাঝখানে খালি রাখা অংশে একটু একটু করে গোল করে রং করতে থাকি। টিকটক গুলো একেবারে গোল করে নিলাম।


ধাপ ১১ :

এভাবে পুরো বৃত্ত আঁকা শেষ করলাম। এভাবে আমি পুরো আঁকা শেষ করি। আঁকা শেষ হলে আমি চারপাশ থেকে টেপ উঠিয়ে নিলাম।


শেষ ধাপ :

এরপরে আমি পেইন্টিংটার কিছু ফটোগ্রাফি করলাম। আমি অনেকটা সময় নিয়ে অনেকগুলো ফটোগ্রাফি করি। আশা করি আমার আজকের ডেইজি ফুলের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1638421742828.jpg

1638421732003.jpg

1638421718730.jpg

1638421756420.jpg

1638421722386.jpg1638421646645.jpg


পেইন্টিং সহ আমার একটি ছবি


পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Comments

Sort byBest