আর্ট :- অগ্রিম নতুন বছর উপলক্ষে পেইন্টিং।

tasonya -

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি অগ্রিম নতুন বছর উপলক্ষে পেইন্টিং করলাম।

যদিও এখনো দেরি আছে, কিন্তু অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম আপনাদের সবাইকে। নতুন বছর আসলে আমার অনেক আনন্দ লাগে। তবে এই পুরনো বছর তার জন্য অনেক বেশি খারাপ লাগে। মনে হয় যেন পুরনো বছরে অনেক বেশি স্মৃতি থাকে। কিন্তু নতুন বছর যেন আমাদের দোরগোড়ায় চলে এসেছে। তাই জন্য ভাবলাম নতুন বছরকে কেন্দ্র করে একটি পেইন্টিং করি। তবে এই পেইন্টিংটা নতুন একটা থিমস এ করলাম। এই আইডিয়াটা আমি অন্য একটা থিমসে দেখেছিলাম। আমি ভাবলাম যদি এটা নতুন বছরকে কেন্দ্র করে করি তাহলে বেশি ভালো লাগবে। তো অন্য একটা আইডিয়াকে নতুন একটা আইডিয়াতে রূপান্তর করলাম। কেন জানিনা এই পেইন্টিংটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। আশা করি আপনাদের ও ভালো লাগবে

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি প্রথমে পেন্সিল দিয়ে ২০২৫ লিখে নিলাম। এরপর এটাকে মার্কার কলাম দিয়ে এঁকে নিলাম।

ধাপ - ২ :

এরপর আমি উপরের অংশে লাল এবং হলুদ কালার দিয়ে রং করে নিলাম।

ধাপ - ৩ :

এরপরে আমি মাঝখানের অংশে একটা সূর্য এঁকে দিলাম। লাল রং দিয়ে কিছুটা মেঘ এঁকে দিলাম।

ধাপ - ৪ :

এরপর আমি নিচের অংশে কালো আর সবুজ কালার দিয়ে রং করে নিলাম।

ধাপ - ৫ :

এরপরে আমি নিচের অংশে সবুজ কালার দিয়ে চিকন চিকন করে কিছু ঘাস এঁকে দিলাম।

ধাপ - ৬ :

এরপর আমি ঘাসের উপরে ছোট ছোট কিছু ফুল এঁকে নিলাম।

ধাপ - ৭ :

ফুলের মাঝখানের অংশটায় হলুদ কালার দিয়ে ভরাট করে নিলাম।

ধাপ - ৮ :

এরপর কালো রং দিয়ে চারপাশের সবটা অংশ কালো রঙে রং করে নিলাম।

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

পেন্টিং এর ভিডিও দেখতে ক্লিক করুন 👇👇 :

Loading iframe

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি