আর্ট :- অন্ধকারে মোমবাতির আলোর দৃশ্য পেইন্টিং।

tasonya -

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি অন্ধকারে মোমবাতির আলোর দৃশ্য পেইন্টিং করলাম।

আসলে এই ধরনের মোমবাতির আর্ট গুলো আমার কাছে দেখতে দারুণ লাগে। তাই জন্য আমি যখন পেইন্টিং করতে বসলাম, ভাবলাম এরকম একটা পেইন্টিং করব। আসলে জ্বলন্ত মোমবাতি দেখতে কিন্তু দারুন লাগে। সেই অনুসারে আমি পেইন্টিংটা করতে বসি। রাতের অন্ধকারে যখন মোমবাতি জ্বালানো হয়। তখন দেখা যায় চারপাশে কিছুটা মোমবাতির আলো ভেসে ওঠে। সেই রকমই একটা দৃশ্য আঁকা চেষ্টা করলাম। আশাকরি আমার আজকের পেইন্টিংটা আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

আঁকার উপকরণ

• ক্যানভাস বোর্ড
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিলাম। এরপর কালো রং দিয়ে প্রথমে পুরোটাকে কালো রং করে নিলাম।

ধাপ - ২ :

এরপর আমি এর উপরে অংশে কমলা আর হলুদ কালার দিয়ে একটু হালকা রং করে নিলাম।

ধাপ - ৩ :

এরপর আমি কমলা এবং হলুদ কালার দিয়ে কতগুলো লাইটের আলোর মতো দিয়ে দিলাম।

ধাপ - ৪ :

এরপরে লাল রং দিয়ে মাঝখানের অংশে একটা মোমবাতি আঁকা শুরু করি।

ধাপ - ৫ :

এরপর আমি একটু একটু করে মোমবাতিটাকে খুব সুন্দরভাবে হাইলাইটস করে এঁকে নিলাম।

ধাপ - ৬ :

এরপরে আমি উপরের অংশে মোমবাতির আগুন এঁকে নিলাম। এরপর একপাশে হালকা নীল কালারের আলো দিয়ে দিলাম।

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি