New to Nutbox?

DIY || এসো নিজে করি |👑👑 জন্মদিনের মুকুট তৈরি 👑👑

26 comments

tasonya
76
2 years agoSteemit4 min read

2022-07-02-17-03-00-526.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি জন্মদিনের মুকুট তৈরি করলাম করলাম।

ছোট বাবুদের জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর সুন্দর মুকুট বাজারে পাওয়া যায়। কিন্তু সেই মুকুট যদি নিজের হাতে তৈরি করা যায় তাহলে কেমন হয়। এইজন্য আমি নিজের হাতে মুকুট মুকুট তৈরি করে নিলাম। এক্ষেত্রে টাকাও আছে এমনকি নিজের হাতে তৈরি করার আনন্দ ও অনেক। এটা ছিল অনেকদিন আগের তৈরি করা। এটা আমি আমার মেয়ের প্রথম জন্মদিনের তৈরি করেছিলাম। এখন তো প্রায় ওর দ্বিতীয় জন্মদিন আসতে চলেছে। অনেকদিন ধরে এই পোস্ট আমার ফোনে ছিল। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। মুকুট তৈরি করতে আমার কাছে বেশ ভালই লেগেছিল। এমনকি এই ধরনের মুকুটগুলো মাথায় লাগালেও বেশ ভালো লাগে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই মুকুট তৈরি করতে অনেকগুলো উপকরণ ব্যবহার করেছি। মুকুট তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই মুকুট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের মুকুট আপনাদের ভালো লাগবে।

1656750587781.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


🎇 আঁকার উপকরণ 🎇

• গ্লিটার পেপার
• সাদা প্লাসটিক
• পুঁতি
• কাঁচি
• হেয়ার ব্যান্ড

1640449627380.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

🎇 আঁকার বিবরণ : 🎇

✴️ ধাপ 0️⃣1️⃣ ✴️ :

প্রথমে আমি একটি গোলাপি কালারের গ্লিটার পেপার নিলাম। এরপর আমি এখান থেকে একদম চিকন চিকন করে কিছুটা কেটে নিলাম।

1656732463173.jpg


✴️ ধাপ 0️⃣2️⃣ ✴️ :

তারপর পুরাতন একটা চিকন হেয়ার ব্যান্ড এর উপরে একটু একটু করে লাগিয়ে নিলাম।

1656732537359.jpg


✴️ ধাপ 0️⃣3️⃣ ✴️ :

এরপর আমি একদম সাদা রংয়ের পাতলা প্লাস্টিক নিলাম। এরপর পেন্সিল দিয়ে প্লাস্টিকের উপরে একটা ডিজাইন করে এঁকে নিলাম।

IMG_20210909_103036.jpg


✴️ ধাপ 0️⃣4️⃣ ✴️ :

এরপর ওই ডিজাইনের উপরে চিকন করে কেটে নেওয়া গ্লিটার পেপার একটু একটু করে লাগানো শুরু করি।

1656750254739.jpg


✴️ ধাপ 0️⃣5️⃣ ✴️ :

এরপরে গোল গোল করে কিছুটা অংশের উপরে গ্লিটার পেপার লাগিয়ে নিলাম।

1656750308635.jpg


✴️ ধাপ 0️⃣6️⃣ ✴️ :

এরপর পুরো প্লাস্টিকের উপরে চিকন চিকন করে গ্লিটার বসিয়ে দিলাম।

IMG_20210909_104534.jpg


✴️ ধাপ 0️⃣7️⃣ ✴️ :

এরপরে উপরের বাড়তি অংশের প্লাস্টিকটা একটু একটু করে কেটে নিলাম।

1656750363978.jpg


✴️ ধাপ 0️⃣8️⃣ ✴️ :

এরপর ছোট ছোট পতি নিয়ে ঘাম দিয়ে মুকুটের উপরের অংশগুলোতে লাগিয়ে নিলাম।

1656750414910.jpg


✴️ ধাপ 0️⃣9️⃣ ✴️ :

এরপরে মুকুটের উপরের অংশটা গাম দিয়ে ব্যান্ডের উপরে জোড়া লাগিয়ে দিব।

1656750460215.jpg



✴️ শেষ ধাপ ✴️ :

এভাবে আমি পুরো মুকুট তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের মুকুট তৈরি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1656750587781.jpg

1656750578142.jpg

1656757265219.jpg

1656757265159.jpg

1656757265268.jpg

1656759092718.jpg

1656759092787.jpg

1656759092876.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

Comments

Sort byBest