New to Nutbox?

DIY-এসো নিজে করি//অপ্রয়োজনীয় তামার তার দিয়ে বৃক্ষ তৈরি//10% beneficiary @shy-fox

16 comments

tareq123
57
2 years agoSteemit3 min read
IMG_20211228_170349.jpgIMG_20211228_170340.jpg


১২ মাঘ ১৪২৮
২২ জমাদিউস সানি ১৪৪৩


বুধবার,২৬ জানুয়ারি ২০২২

1641402500107.jpg

আমি তারেক রহমান। আমার ইউজার আইডি @tareq123

1641402500107.jpg

🇧🇩বাংলাদেশ 🇧🇩

হ্যালো বন্ধু❤️

আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি।ব্যাস্থতার মাঝে আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোষ্ট নিয়ে। মানুষ প্রতিদিন বিভিন্ন রকম জিনিসপত্র অপ্রয়োজনীয় মনে করে সে গুলোকে নষ্ট করে ফেলে বা ফালাই দিয়ে থাকে। কিন্তু সেই অপ্রয়োজনীয়' বস্তুগুলো নিয়ে যদি একটু ভাবা যায় তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা সম্ভব। আজ আমি সেই অপ্রয়োজনীয়' কিছু তামার তার দিয়ে একটি সুন্দর গাছ তৈরি করতে যাচ্ছি। আসা করি সবাইকে ভালো লাগবে।

সকাল থেকে বাসায় কাজ নিয়ে অনেক ব্যাস্থ। গ্রাম অঞ্চলের কিছু মানুষ ছন্দের মাধ্যমে একটি কথা বলে,"ভাত আনতে পানতা ফুরায়"।আজ আমার এই অবস্থ হয়েছিলো।সকাল থেকে এত ব্যাস্থ ছিলাম যে খাওয়া,গোসল কোনো কিছু সঠিক সময়ে করতে পারি নি।যাই হোক আজ ব্যাস্তার ফাকে আপনার মাঝে নতুন একটি ডাই তৈরি করে উপস্থাপন করতে পেরে আমি অনেক আনন্দিত।চলুন তালে শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ

কলম৫০টি
কাচি১টি
তামার তারপরিমান মতো
ম্যাচ বক্স১টি
কাচের ডিব্বা১টি

ধাপ১

IMG_20211219_112027.jpg

device:itel 1

Click : @tareq123

প্রথম অবস্থায় আমি প্রয়োজনীয় উপকরণ গুলো নিয়েছি।(নষ্ট তামার তার,নষ্ট কলম,ম্যাচ বক্স,কাচি এবং নষ্ট একটি ক্রিমের কাচের ডিব্বা।)

1642853450490.jpg

ধাপ২

IMG_20211219_114312.jpg

device:itel 1

Click : @tareq123

এরপর ম্যাচ বক্স দিয়ে ১টি কলমে আগুন ধরিয়ে দিয়েছি।তারপর কাচের ডিব্বায় কলম টিকে গলিয়ে ফেলেছি।এ ভাবে সব গুলো কলম আগুন দিয়ে গলিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ডিব্বা ভর্তি হয়নি।

1642853450490.jpg

ধাপ৩

IMG_20211219_120829.jpg

device:itel 1

Click : @tareq123

ডিব্বাটি ভর্তি হতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছিলো।গলিত কলম দিয়ে যখন সেটি ভর্তি হয়ে যায়, সে অবস্থায় কিছু পরিমাণ তামার তার সেখানে পুতে দিয়েছি।যেমন ভাবে গাছের চারা রোপণ করে।

1642853450490.jpg

ধাপ৪

IMG_20211219_121515.jpg

device:itel 1

Click : @tareq123

এরপর সেটিকে ঠান্ড হওয়ার জন্য ২০ মিনিট এর মতো রেখে ছিলাম।কারণ এটি এতো গরম হয়েছিলো যে হাত দিয়ে ধরা যাচ্ছিলো না। ঠান্ডা হওয়ার পর দেখতে এমন হয়েছে।

1642853450490.jpg

ধাপ৫

IMG_20211219_123019.jpg

device:itel 1

Click : @tareq123

তারপর তামার তার গুলোকে প্রথম অবস্থায় ৪ভাগে ভাগ করে নিয়েছি এবং ২টি অংশকে সুন্দর ভাবে মুড়িয়ে নিয়েছি,যেন গাছের ডালের মতো দেখা যায়।

1642853450490.jpg

ধাপ৬

IMG_20211219_123801.jpg

device:itel 1

Click : @tareq123

এভাবে যতগুলো সম্ভব গাছের ডাল তৈরি করেছি।যেন দেখতে সুন্দর হয় এবং গাছের মতোই দেখা যায়।

1642853450490.jpg

ধাপ৭

IMG_20211219_125245.jpg

device:itel 1

Click : @tareq123

তারপর কিছু কিছু ডালে তামার তার জোড়া লাগিয়ে দিয়েছি।যেন ডাল গুলো বড় হয়।

1642853450490.jpg

ধাপ৮

IMG_20211219_134435.jpg

device:itel 1

Click : @tareq123

সেগুলোকে খুব সুন্দর ভাবে এবং সাবধানতার সহিত পেচিয়ে নিয়েছি।পেচানোর সময় লক্ষ রেখেছি যেন এলোমেলো হয়ে না যায়।তারপর যত গুলো পেরেছি ডাল তৈরি করে নিয়েছি। তারপর অতিরিক্ত বৃদ্ধি হওয়া তার গুলো কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিয়েছি।

1642853450490.jpg

ধাপ৯

IMG_20211228_170340.jpg

device:itel 1

Click : @tareq123

কাটা শেষ হয়ে গেলে ডাল গুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সাজিয়ে দিয়েছি।তার পর দেখতে এমন হয়েছে। এটি এখন সম্পূর্ণরূপে প্রস্তুত বিভিন্ন স্থানে সাজিয়ে রাখার জন্য।

1642853450490.jpg

আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1642755874663.jpg

ধন্যবাদ সবাইকে

1642755874663.jpg

1640697723098.jpg

Comments

Sort byBest