বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর কখনোই সংসদ ভবনে আশপাশে যাওয়া হয় নাই। মন চাচ্ছিল সংসদ ভবনের পাশে ঘুরতে। আর আমার ছোটবেলার বন্ধু নাইম, সে ঝিনাইদহ থেকে ঢাকায় আসে। তো সে কখনোই ওই সকল জায়গায় ঘুরতে যায় নাই , তাই ভাবলাম তাকে নিয়ে সে জায়গাটা ঘুরে আসি৷
সকালে আমার কলেজ ছিল, কলেজ শেষ করে আমি বাসায় আসি দুইটার দিকে। এসে দেখি নাইমের মেসেজ। বাসায় যেহেতু রান্না হয় নাই, তাই রান্না শেষ করার পরে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হই। সে ছিল মোহাম্মদপুর, তাকে আমি লোকেশন দিয়ে বললাম মেডিকেল কলেজের সামনে আসতে । ঠিক সে কথা মত মেডিকেল কলেজের সামনে চলে আসে।
এরপর দুইজন একসাথে ঘুরতে বের হয়, মূল উদ্দেশ্য ছিল সংসদ ভবন ঘুড়ে দেখার। আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তখন সংসদ ভবনটি দেখতে খুবই সুন্দর লাগতেছিল।
চারোদিকে সবুজে ঘেরা, মাঝে সাদা উচ্চ একটি ভবন। আর এটি হল আমাদের জাতীয় সংসদ ভবন। রাতের আলোতে সংসদ ভবনটি দেখতে খুবই সুন্দর লাগছিল। দিনের বেলায় হয়তো এতটা সুন্দর ফুটে ওঠেনা।
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |