নয়ন তারা ফুলের রাতের কিছু ফটোগ্রাফি।।

tanvirahammad -

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

শহরের জীবন একটি বন্দে জীবন। সারাদিন রাত ঘরের মাঝে বন্দী থাকতে হয়। প্রয়োজন ছাড়া বাইর হওয়া হয় না।রাতের বেলা বাহিরে গিয়েছিলাম। সেখানে ল্যাম্পপোস্টেটর আলোর নিচে চোখের প্রয়োজন কয়টি নয়নতারা ফুল।

নয়নতার ফুল দেখতে অনেক সুন্দর হয়ে থাকে, এগুলো তারার মতো ফুটে থাকে, যা দেখলে পরিবেশে অনেক সুন্দর হয়।

অন্ধকারে আলোর নিচে যখন ফুলগুলো ফুটেছিল, তখন দেখে মনে হইল এই ফুলগুলোকে ফ্রেমবন্দি করে রাখি। এবং কিছু ছবি আমি তুলে নেই।

এই ফুলের আরো একটি বিশেষত্ব হলো একই গাছে বিভিন্ন ধরনের ফুল ধরে থাকে। এবং ঠিক গাছের চারা আমাদের আশেপাশে অনেক বেশি পাওয়া যায়। এই কাজগুলো যেকোনো পরিবেশে টিকে থাকতে পারে। যার ফলে গাছগুলোর জন্য আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না।


For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
সর্বোপরি নয়ন তারা একটি অপরুপ সৌন্দর্য ঘেরা ফুল। আমাদের আশেপাশে প্রায় প্রতিটি বাড়িতে এই ফুলগাছ দেখা যায়। এই গাছগুলি আমাদের বাড়ির পরিবেশকে অনেক বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলে ।

ধন্যবাদ